ক্রিকেট ইতিহাসে প্রথম টাইমড আউট হয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। সাকিব আল হাসানের আবেদনে তাঁকে আউট ঘোষণা করেছিলেন আম্পায়ার মারাইস এরাসমাস। এবার আন্তর্জাতিক আম্পায়ারিংকেই বিদায় বলে দিলেন তিনি। আজ ওয়েলিংটনে শুরু হওয়া অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড টেস্ট ম্যাচটাই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ।
২০১০ সালে পদোন্নতি পেয়ে আইসিসির এলিট প্যানেলভুক্ত আম্পায়ার হন এরাসমাস। পরিচালনা করেছেন দুটি ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল। টিভি আম্পায়ার হিসেবে ছিলেন ২০১৫ বিশ্বকাপের ফাইনালে।
এর চার বছর পর লর্ডসে অনুষ্ঠিত হওয়া ‘বেয়ারেস্ট অব অল মার্জিনস’-এর ফাইনালেও মাঠেই ছিলেন। এমনকি ২০১৬, ২০১৭ ও ২০২১ সালে আইসিসি বর্ষসেরা আম্পায়ারের স্বীকৃতি পেয়েছেন এই দক্ষিণ আফ্রিকান।
ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে আম্পায়ারিং থেকে নিজের অবসরের কথা জানিয়েছেন এরাসমাস। ৬০ বছর বয়সী এই আম্পায়ার জানান, ‘সিদ্ধান্তটা আমি গত বছরের অক্টোবরে নিয়েছি। আইসিসিকে সেটা জানিয়েও দিয়েছি যে এপ্রিলে আমার চুক্তির মেয়াদ শেষ হলে আর থাকছি না।’
অবশ্য আন্তর্জাতিক পর্যায়ে আম্পায়ারিং ছেড়ে দিলেও কিছুদিন বিরতি নিয়ে ঘরোয়া ক্রিকেট পরিচালনা করে যাবেন বলেও জানিয়েছেন তিনি।
আম্পায়ারিং শুরুর আগে একজন ক্রিকেটার ছিলেন এরাসমাস। দক্ষিণ আফ্রিকার প্রাদেশিক দল বোল্যান্ডের হয়ে ৫৩টি প্রথম শ্রেণির ও ৫৪টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন তিনি।