আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে চেতেশ্বর পূজারা

ভারতের টেস্ট ক্রিকেটের অন্যতম ভরসা ছিলেন চেতেশ্বর পূজারা। দীর্ঘ ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের অবসান ঘটালেন এই ডানহাতি ব্যাটার। সামাজিক যোগাযোগমাধ্যমে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।

৩৬ বছর বয়সী পূজারা এক্স এ লিখেছেন, ‘ভারতের জার্সি পরা, জাতীয় সংগীত গাওয়া এবং মাঠে নামার প্রতিবার সর্বোচ্চ চেষ্টা করা; এসব অনুভূতি ভাষায় প্রকাশ করা অসম্ভব। তবে যেমন বলা হয়, সব ভালো কিছুরই একদিন শেষ আসে। গভীর কৃতজ্ঞতা নিয়ে আমি সব ধরনের ভারতীয় ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি।’

ভারতীয় জার্সিতে ৫টি ওয়ানডে খেললেও সীমিত ওভারের ক্রিকেটে নিজেকে গুরুত্বপূর্ণ করে তুলতে পারেননি পূজারা। তবে টেস্টে ছিল সম্পূর্ণ ভিন্ন ছবি—ভারতের ব্যাটিং লাইনআপে তিনি ছিলেন অপরিহার্য নাম। সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০২৩ সালের জুনে দ্য ওভালে অনুষ্ঠিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেই শেষবার মাঠে নামেন তিনি।

ভারতের সাবেক নাম্বার–থ্রি ব্যাটার ক্যারিয়ারে খেলেছেন ১০৩ টেস্ট, করেছেন ৭ হাজার ১৯৫ রান। গড় ৪৩.৬০, সেঞ্চুরি ১৯টি এবং হাফসেঞ্চুরি ৩৫টি।

Exit mobile version