আন্দোলনরত সাকিবভক্তদের ওপর হামলা, উত্তপ্ত মিরপুর

মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম এলাকায় আজ সাকিব আল হাসানকে বিদায়ী টেস্ট খেলার সুযোগ দেওয়ার দাবিতে আন্দোলনরত সাকিবভক্তদের ওপর সাকিব-বিরোধীরা হামলা চালিয়েছে। এতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিবকে বিদায়ী টেস্ট খেলার সুযোগ দেওয়ার দাবিতে ‘সাকিবিয়ান’ ব্যানারে একদল সমর্থক মিরপুর স্টেডিয়ামের সামনে বিক্ষোভ করছিলেন। তারা বিসিবি সভাপতি ফারুক আহমেদের পদত্যাগের দাবিও জানান। দুপুরে স্লোগান দিতে থাকা সাকিবিয়ানদের ওপর হঠাৎ লাঠিসোটা নিয়ে হামলা চালায় সাকিব-বিরোধীরা। এ সময় সাকিবভক্তদের অনেকেই আহত হন এবং ছত্রভঙ্গ হয়ে যান। পরে আবার সংগঠিত হয়ে তারা ফিরে আসে।

এদিকে, উত্তেজনার সময় পুলিশ ও সেনাবাহিনী দুই পক্ষকে ছত্রভঙ্গ করতে চেষ্টা চালায়। কিছুক্ষণ পর সাকিব-বিরোধীরা আবারও জড়ো হয়ে ‘সাকিব ভূয়া’ এবং ‘সাকিবের দুই গালে জুতা মারো তালে তালে’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।

হামলা থেকে সামলে সাকিবভক্তরা সংবাদমাধ্যমের সামনে নিজেদের দাবির কথা তুলে ধরতে থাকেন। এ সময় এক সাকিবভক্তকে গ্রেপ্তার করা হয়, যার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ আনা হয়েছে। তবে ওই ব্যক্তি দাবি করেন যে তিনি শুধুমাত্র সাকিবের পক্ষেই স্লোগান দিয়েছেন।

ঘটনার সময় স্টেডিয়ামের ভেতরে দক্ষিণ আফ্রিকা দল অনুশীলন করছিল। নিরাপত্তা জোরদার করা হয়েছে, তবে দুই পক্ষের উত্তেজনা থামানো কঠিন হয়ে দাঁড়াচ্ছে।

Exit mobile version