এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানকে ৪৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক আজিজুল হাকিমের সেঞ্চুরিতে ৯ উইকেটে ২২৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে, ৪৭.৫ ওভারে ১৮৩ রানে অলআউট হয় আফগানিস্তান।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় তিন রানেই বিদায় নেন ওপেনার জাওয়াদ আবরার। শুরুর ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে বাংলাদেশকে ১৪২ রানের জুটি এনে দেন কালাম সিদ্দিকী ও অধিনায়ক আজিজুল হাকিম। আফগান বোলারদের কোন ধরনের সুযোগ না দিয়েই লম্বা সময় ধরে ব্যাটিং করেন এই দুই ব্যাটার।
৩৬তম ওভারে ব্যক্তিগত ৬৬ রানে কালাম সিদ্দিকী আউট হলেও অধিনায়ক আজিজুল হাকিম তামিম একপ্রান্ত আগলে রাখার পাশাপাশি তুলে নেন সেঞ্চুরি। ৪৭তম ওভারের পঞ্চম বলে আউট হওয়ার সময় আজিজুলের নামের পাশে ছিলো ১০৩ রান। বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ ২১ রান এসেছে অতিরিক্ত থেকে।
আফগানিস্তানের পক্ষে দু’টি করে উইকেট তুলে নেন আব্দুল আজিজ, নুরিস্তানি ওমরজাই ও খাতির স্তানিকজাই। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন গাজানফার ও নাসির খান মারুফখিল।
জবাবে খেলতে নেমে, এক পর্যায়ে ১৬ ওভার পাঁচ বল পর্যন্ত আফগানদের রান ছিলো দুই উইকেটে ১১৬ রান। কিন্তু এর পরই প্রতিপক্ষের ইনিংসে ধস নামান যুব টাইগার বোলাররা। শেষ পর্যন্ত ১৩ বল আগেই ১৮৩ রানে গুটিয়ে যায় আফগানিস্তান।
বাংলাদেশের পক্ষে তিনটি করে উইকেট তুলে নেন আল ফাহাদ ও ইকবাল হোসাইন ইমন। এছাড়া মারুফ মৃধা তুলে নেন দুই উইকেট মারুফ মৃধা।