আফগানিস্তানের কাছে বাংলাদেশের অবিশ্বাস্য হার

অবিশ্বাস্য বললেও কম বলা হবে। ১২ রানে ৭ উইকেটের পতন। শারজাতে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ এমন বিপর্যয়ের শিকার হয়েছে। শেষ ১২ রানে ৭ উইকেট হারিয়ে আফগানিস্তানের কাছে প্রথম ওয়ানডেতে ৯২ রানে হেরেছে টাইগাররা। আফগানিস্তানের ২৩৫ রানের জবাবে বাংলাদেশ দারুণ শুরুর পরও ১৪৩ রানে অল আউট হয়েছে। এর ফলে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ প্রথম ম্যাচ শেষে ১-০তে পিছিয়ে পড়েছে।

বাংলাদেশ বল হাতে শুরুতে দারুণ আধিপত্য দেখিয়েছিল। ব্যাট হাতেও তাই । উভয় বিভাগে শুরুতে আধিপত্য দেখালেও শেষ দিকে বিপর্যয়ের মুখে পড়ে। বল হাতে দাপট দেখিয়ে বাংলাদেশ প্রথমে ৭১ রানে আফগানিস্তানের ৫ উইকেট তুলে নিয়েছিল। বোলাররা এই দাপটটা শেষ পর্যন্ত দেখাতে পারেনি। ফলে অল আউট হওয়ার আগে আফগানিস্তান স্কোর বোর্ডে ২৩৫ রান জমা করে।

ষষ্ঠ উইকেটে অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদী ও মোহাম্মদ নবীর দৃঢ়তায় আফগানিস্তান বিপর্যয় কাটিয়ে ওঠে। ১০৪ রানের জুটি তাদের। শাহিদী ৫২ রান করেন। দায়িত্বশীল ইনিংস খেলেছেন তিনি। ৫২ রান করতে ১৪০ বল খেলেছেন। মাত্র দুটো বাউন্ডারি। অন্যদিকে রান বাড়ানোর কাজটা করেছেন মোহাম্মদ নবী। ৮৪ রানের ঝলমলে ইনিংস খেলেছেন ১১৬ বলে। চারটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি ছিল তার ইনিংসে।

তাসকিন আহমেদ ও মুস্তাফিজুুর রহমান চারটি করে উইকেট নিয়ে আফগানিস্তানকে দ্রুত গুটিয়ে যেতে বাধ্য করেন।

বাংলাদেশ শুরুতেই তানজীদ হাসানের উইকেট হারালেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল। ২ উইকেট হারিয়ে ২৬তম ওভারে ১২০ রান তুলেছিল। তারপর মোহাম্মদ গজনফারের এক ধাক্কায় বাংলাদেশের জয়ের স্বপ্ন উড়ে যায়। বাংলাদেশ শেষ ৮ উইকেট হারায় মাত্র ২৩ রানে। এর মাঝে শেষ ৭ উইকেটে সংগ্রহ মাত্র ১২ রান। শেষ ছয় ব্যাটারের রান মাত্র ৮। অথচ সৌম্য সরকার (৩৩), নাজমুল হোসেন শান্ত (৪৭) ও মেহেদি হাসান মিরাজের ২৮ রানে জয়টা বাংলাদেশের হাতের নাগালে ছিল। কিন্তু মোহাম্মদ গজনফারের এক ধাক্কায় সব শেষ হয়ে যায়। ৬.৩ ওভারে ২৬ রানে ৬ উইকেট নিয়ে তিনি ম্যাচ সেরা নির্বাচিত হন। তৃতীয় সর্বকনিষ্ঠ বোলার হিসেবে তিনি ম্যাচে ৬ উইকেট নেওয়ার কীর্তি দেখান।

Exit mobile version