তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৫ উইকেটের জয় তুলে নিয়ে বাংলাদেশকে ২-১ ব্যবধানে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে আফগানিস্তান। সোমবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে বাংলাদেশ ৮ উইকেটে ২৪৪ রানের সংগ্রহ দাঁড় করালেও আফগানিস্তান ৪৮.২ ওভারে ৫ উইকেট হারিয়ে সহজেই সেই লক্ষ্য পার করে।
বাংলাদেশের পক্ষে ইনিংসটি দাঁড় করানোর মূল নায়ক ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৯৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান তিনি। এছাড়া মেহেদী হাসান মিরাজের সঙ্গে ১৪৫ রানের জুটি গড়ে বাংলাদেশের অবস্থান মজবুত করেন। মিরাজ ৬৬ রানে আউট হলেও শেষ পর্যন্ত মাহমুদউল্লাহর ব্যাটিং দৃঢ়তায় বাংলাদেশ লড়াকু স্কোর করতে সক্ষম হয়।
তবে আফগানিস্তানের পক্ষে বল হাতে আজমতউল্লাহ ওমরজাই দুর্দান্ত পারফর্ম করে বাংলাদেশের শুরুর দিকে ৪ উইকেট তুলে নেন, যা তাদের ওপর চাপ সৃষ্টি করে। ওমরজাই ৩৭ রানে ৪ উইকেট শিকার করেন, যা বাংলাদেশের বড় স্কোর তোলার পথে বাধা সৃষ্টি করে।
লক্ষ্য তাড়ায় আফগানিস্তানের পক্ষে রহমতউল্লাহ গুরবাজের ১০১ রানের সেঞ্চুরি ছিল ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া ইনিংস। এছাড়া শেষদিকে ওমরজাইয়ের ৭০ রানের অপরাজিত ইনিংস ও মোহাম্মদ নবির ৩৪ রানে জয় নিশ্চিত হয়।
এই সিরিজ হার বাংলাদেশের জন্য হতাশার কারণ। টানা সাদা পোশাকের হোয়াইটওয়াশের পর প্রিয় ওয়ানডে ফরম্যাটেও পরাজিত হলো বাংলাদেশ, যা তাদের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে নতুন করে প্রশ্ন তুলে ধরেছে।