চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘বি’ গ্রুপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান ও অস্ট্রেলিয়া। এই গ্রুপের আরো একটা ম্যাচ বাকি। সে ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এই চার দলের মধ্যে সেমিফাইনালে যাওয়ার পথে টিকে আছে তিনটি দল। অবাক করার বিষয় হচ্ছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার পাশাপাশি সেই লড়াইয়ে শামিল আফগানিস্তান, ইংল্যান্ড নয়।
ভারত ও নিউজিল্যান্ড আগেই সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে। এখন তাদের সঙ্গে যোগ দেওয়ার অপেক্ষায় ‘বি’ গ্রুপের দল।
আজকের ম্যাচের পর সব সমস্যার সমাধান হয়ে যাবে। যে দল জয় পাবে তাদের সেমিফাইনালে খেলা নিশ্চিত হয়ে যাবে। সঙ্গে দক্ষিণ আফ্রিকারও। একটা সময়ে অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচ নিয়ে উদ্বিগ্ন হওয়ার সমর্থক পাওয়া যেত না। সবাই অস্ট্রেলিয়াকে আগেভাগে সেমিফাইনালে পাঠিয়ে দিত। কিন্তু আফগানিস্তানের সেই দিন আর নেই। ইংল্যান্ডকে হারিয়ে তারা সেমিফাইনালে দৌড়ে টিকে আছে। আতঙ্কে আছে অস্ট্রেলিয়া। তাদেরকে আতঙ্কে রাখার মতো পারফরম্যান্স দেখিয়ে এসেছে আফগানিস্তান।
এটা ঠিক যে, আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার সাফল্য শতভাগ। আগের চার ম্যাচের চারটিতেই জয় তাদের। কিন্তু প্রতিটি ওয়ানডে ম্যাচই ভিন্ন। সেমিফাইনাল নিশ্চিত করার ম্যাচে আফগানিস্তান দল অপরিবর্তিত থাকছে। স্পিন ডিপার্টমেন্টের ওপর তারা জোর দিচ্ছে। অস্ট্রেলিয়ার জন্য চ্যালেঞ্জ হয়ে দেখা দেবে রশিদ খান, মোহাম্মদ নবী ও নুর আহমদের বোলিং।
আফগানিস্তানের বিপক্ষে জয় পাওয়াটা যে সহজ হবে না তা ভালোভাবেই জানে অস্ট্রেলিয়া। সহজে যে দেবার পাত্র নয় আফগানিস্তান সে অভিজ্ঞতাও রয়েছে অস্ট্রেলিয়ার। ২০২২ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে মাত্র ৬ রানে হারিয়েছিল আফগানদের।
বিকেল তিনটায় বহুল আকাঙ্খিত ম্যাচটি শুরু হবে। বৃষ্টির একটু শঙ্কা রয়েছে ম্যাচ ঘিরে। বৃষ্টিতে যদি ম্যাচ বাতিল হয় তাহলে কপাল পুড়বে আফগানদের।