আফগানিস্তানে বিমান হামলায় ক্রিকেটার নিহত: আইসিসির বিবৃতিতে ক্ষুব্ধ পাকিস্তান

অঞ্চলে পাল্টাপাল্টি হামলার মধ্যেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে আফগানিস্তান–পাকিস্তান সীমান্তে। যুদ্ধবিরতি অল্প সময় টিকলেও পরিস্থিতি দ্রুত অবনতি ঘটে। এরই মধ্যে গতকাল (শুক্রবার) পাকিস্তানের এক বিমান হামলায় আফগানিস্তানের স্থানীয় তিন ক্রিকেটার নিহত হয়েছেন বলে জানায় কাবুল।

এই ঘটনার পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক বিবৃতিতে নিহত তিন ক্রিকেটারের প্রতি শোক জানায়। তবে সেই বিবৃতিতেই আপত্তি তুলেছে পাকিস্তান সরকার। দেশটির তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারা আইসিসির বক্তব্যকে “বাছাইকৃত ও পক্ষপাতদুষ্ট” বলে মন্তব্য করেছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, “আইসিসি এমন এক বিতর্কিত অভিযোগকে প্রতিষ্ঠিত সত্য হিসেবে উপস্থাপন করেছে, যেখানে বলা হয়েছে তিনজন আফগান ক্রিকেটার বিমান হামলায় নিহত হয়েছেন। অথচ এই দাবির পক্ষে কোনো স্বাধীন তদন্ত বা প্রমাণ উপস্থাপন করা হয়নি।”

তিনি আরও যোগ করেন, “পাকিস্তান এই চরিত্রায়ণকে জোরালোভাবে প্রত্যাখ্যান করছে এবং আইসিসিকে অবিলম্বে তাদের বিবৃতি সংশোধনের আহ্বান জানাচ্ছে।”

আইসিসির চেয়ারম্যান জয় শাহের মন্তব্যকেও ব্যক্তিগত মত হিসেবে উল্লেখ করে তারাও সমালোচনা করেন পাকিস্তানের মন্ত্রী। তার বক্তব্য, “এরপর আফগান ক্রিকেট বোর্ড (এসিবি) যে বিবৃতি দিয়েছে, তাতেও নতুন কোনো তথ্য নেই—বরং সেটি মূলত আইসিসির পক্ষপাতদুষ্ট বক্তব্যেরই পুনরাবৃত্তি।

Exit mobile version