অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে আবারও জায়গা পেলেন বাংলাদেশের প্রতিভাবান লেগস্পিনার রিশাদ হোসেন। আগের মৌসুমেও হোবার্ট হারিকেন্স স্কোয়াডে ডাক পেয়েছিলেন তিনি, তবে বিসিবির অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়ায় মাঠে নামা হয়নি এই তরুণ স্পিনারের।
এবার সেই আক্ষেপ মুছতে পারে। হোবার্ট হারিকেন্স আসন্ন আসরের জন্য তাকে আবারও ধরে রেখেছে, যা রিশাদের আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য বড় সুযোগ হতে পারে। এনওসি পেলেই বিগ ব্যাশে অভিষেক ঘটবে তার।
সাকিব আল হাসানের পর বিগ ব্যাশে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে জায়গা পাওয়ার কৃতিত্ব শুধুই রিশাদের। তবে আগেরবার বিপিএল ও অন্যান্য সূচির সংঘর্ষের কারণে খেলার সুযোগ হাতছাড়া হয়েছিল। এবার যদি সব ঠিক থাকে, তাহলে রিশাদ হোসেন হবেন দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার, যিনি বিগ ব্যাশে মাঠে নামবেন।
গত মৌসুমে হোবার্ট হারিকেন্স প্রথমবারের মতো বিগ ব্যাশ শিরোপা জেতে। সেই সাফল্যের দলের অংশ হলেও মাঠের অভিজ্ঞতা হয়নি রিশাদের। এবার তিনি চাচ্ছেন, সুযোগ পেলে নিজের সেরা পারফরম্যান্স দিতে।
বাংলাদেশের তরুণদের মধ্যে রিশাদ এখন অন্যতম সম্ভাবনাময় লেগস্পিনার। তার গতি, টার্ন আর নিয়ন্ত্রিত বোলিং বিশ্ব ক্রিকেটে নতুন মাত্রা যোগ করতে পারে। এখন অপেক্ষা কেবল বিসিবির সবুজ সংকেতের। সেটি পেলেই শুরু হতে পারে রিশাদের অস্ট্রেলিয়ায় প্রথম বিগ ব্যাশ অধ্যায়।