স্টেডিয়ামে খেলা দেখতে আসা দর্শকদের দীর্ঘদিনের দাবি ছিল– নিজেদের খাবার ও পানি সঙ্গে নিয়ে প্রবেশের অনুমতি। চলমান বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম ম্যাচে সেই সুযোগ দিয়েও হঠাৎ সিদ্ধান্ত পাল্টেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে দর্শকরা আর নিজেদের খাবার বা পানি নিয়ে স্টেডিয়ামে ঢুকতে পারবেন না।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, “বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ আগামী ২২ এবং ২৪শে জুলাই অনুষ্ঠিত হবে। এই দুই ম্যাচ দেখতে আগ্রহী দর্শকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিশেষ নিরাপত্তাজনিত কারণে কোন প্রকার খাবার ও পানীয় নিয়ে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।”
বিসিবি আরও বলেছে, “এই সিদ্ধান্ত বাস্তবায়নে সিরিজের নিরাপত্তার দায়িত্বে থাকা সরকারি ও বেসরকারি সংস্থাসমূহকে সার্বিক সহায়তা প্রদানের জন্য ও সম্মানিত দর্শকদের প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিনীত অনুরোধ জানাচ্ছে।”
দর্শকদের মতে, স্টেডিয়ামের ভেতরে খাবার ও পানির দাম অনেক বেশি হওয়ায় বাইরে থেকে আনা খাবার নিষিদ্ধ করা অযৌক্তিক। অনেকে প্রশ্ন তুলেছেন, যদি নিরাপত্তা কারণেই এই নিষেধাজ্ঞা, তাহলে প্রথম ম্যাচে সেই ঝুঁকি কোথায় ছিল?
এক ম্যাচে অনুমতি দিয়ে পরের ম্যাচেই নিষেধাজ্ঞা আরোপ করায় বিসিবির সিদ্ধান্তে অসঙ্গতি ও সমন্বয়হীনতার অভিযোগ তুলছেন অনেকে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















