মাঠে সময়টা একেবারেই ভালো কাটছে না বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। একটা লম্বা সময় ধরেই ব্যাট হাতে রান পাচ্ছেন না। সাম্প্রতিক সময়ে বল হাতেও ব্যর্থ। এজন্যই আবারো বাংলাদেশের সাবেক এই অধিনায়কের পারফরম্যান্সের সমালোচনা করলেন সাবেক ভারতীয় ক্রিকেটার বীরেন্দার শেবাগ।
ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে চোখ ছিলো অলরাউন্ডার সাকিবের দিকেই। তবে সেই ম্যাচটাতেও তিনি ছিলেন একেবারেই সাদামাটা। বোলিংয়ে ভারতীয় অধিনায়ক রোহিতের উইকেট পেলেও ব্যাট হাতে রাখতে পারেননি কোনো অবদান।
এমন একটা ম্যাচে সাকিবের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন করা হলে ক্রিকবাজের এক শোতে শেবাগ বলেন, ‘আপনার সঙ্গে যখন একজন ব্যাটার আছে, তাকে সঙ্গ দিন। উইকেট থাকার চেষ্টা করুন। সেখান থেকে ম্যাচ বের করার চেষ্টা করুন। তা না করে আপনি ৭ বলে ১১ রান করে আউট হয়ে গেলেন।’
তিনি আরো বলেন, ‘আমি জানি না, এত অভিজ্ঞ হয়েও কেন সে সেটার ব্যবহার করছে না। নাকি কোনো কিছুর পরোয়া করে না সে। তার হয়তো মনে হয়েছে, এক বলে ছক্কা হয়েছে, পরেরটাতেও হবে। এটা তো হতে পারে না। সে আসলে অভিজ্ঞতার ব্যবহার করছে না। এ কারণেই আমি আগেরবার বলেছি, সাকিবের উচিত নতুন কাউকে জায়গা ছেড়ে দেওয়া।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















