আবার পাকিস্তান-ভারত ম্যাচ: এবার কি হবে

চলমান এশিয়া কাপ নিয়ে বিতর্কের শেষ নেই। ক্রিকেটাঙ্গনে ভারত -পাকিস্তান অন্যরকম এক উত্তেজনা ছড়ায়। ক্রিকেট ভক্তরা দুইভাগে ভাগ হয়ে যায়। ভিন দেশীরাও বাদ যায় না। তারাও একটা দলকে বেছে নিয়ে প্রতিপক্ষের সঙ্গে তর্কে মেতে ওঠে। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে ব্যাটে বলের লড়াইয়ের পরিবর্তে ভিন্ন কারণে এবার ভারত-পাকিস্তান ম্যাচে উত্তেজনা ছড়িয়েছে।

গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচে ‌’করমর্দন’ নিয়ে এই বিতর্কের সূচনা। ম্যাচের শুরুতে উভয় দলের অধিনায়কের মধ্যে করমর্দন একটা স্বাভাবিক ঘটনা। কিন্তু গ্রুপ পর্বে চির প্রতিদ্বন্দ্বী এই দুই দলের লড়াইয়ে সেই করমর্দন হয়নি। খেলার মাঠে রাজনীতি টেনে এনে ভারত অধিনায়ক করমর্দনের বিষয়টি এড়িয়ে যান। আর তাতেই উত্তেজনার ব্যারোমিটারে পারদের উচ্চতা তড়তড় করে উপরে উঠে গেছে। তারই ধারাবাহিকতায় ম্যাচ অ্যান্ডি পাইক্রটকে সরিয়ে নেওয়ার দাবি তোলে পাকিস্তান। শেষ পর্যন্ত তাকে সরানো হয়নি, তবে জল ঘোলা কম হয়নি।

পাইক্রফটের ঘটনায় গ্রুপ পর্বে পাকিস্তান-আরব আমিরাতের ম্যাচ নিয়ে শঙ্কা তৈরি হয়। ম্যাচ হবে কিনা তা নিয়ে জটিলতা দেখা দেয। শেষ ম্যাচে পাকিস্তান এক ঘন্টা পরে মাঠে আসে। খেলা শুরু হয়, শেষও হয়। পাকিস্তান ম্যাচ জিতে সুপার ফোরে উঠেছে। আর তাতেই দেখা দিয়েছে আর এক বিপত্তি।

সুপার ফোরে ওঠা চার দল একে অপরের বিপক্ষে মুখোমুখি হবে। তারই ধারাবাহিকতায় আবার ভারত পাকিস্তান মুখোমুখি অবস্থানে। আগামী ২১ সেপ্টেম্বর ম্যাচটি হওয়ার কথা। সে ম্যাচ নিয়ে ভক্তদের যেমন দুঃশ্চিন্তার শেষ নেই, তেমনি শেষ নেই কর্মকর্তাদের। নতুন কি নাটকীয়তা তৈরি হয় তা নিয়েই দুঃশ্চিন্তা।

Exit mobile version