আবার বড় ব্যবধানে হারলো জিম্বাবুয়ে

বুলাওয়া টেস্ট


দুই দলের পার্থক্যটা বিস্তর। মাঠেও তার প্রমাণ মিললো। দ্বিতীয় টেস্টে বুলাওয়াকে উড়িয়ে দিয়েছে প্রোটিয়ারা। ইনিংস ও ২৩৬ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে। এ জয়ের ফলে দুই ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা হোয়াইট ওয়াশ করেছে জিম্বাবুয়েকে।

অধিনায়ক উইয়ান মুল্ডারের ট্রিপল সেঞ্চুরির সুবাদে দক্ষিণ আফ্রিকা রানের পাহাড় গড়েছিল। করেছিল ৫ উইকেটে ৬২৬ রান। এ সংগ্রহে মুল্ডারের অবদান ছিল অপরাজিত ৩৬৭ রান। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ব্রায়ান লারার ৪০০ রানের ইনিংস টপকানোর দারুণ সুযোগ ছিল মুল্ডারের। তবে লারার সেই রেকর্ড অক্ষুন্ন রাখতে ইনিংস ঘোষণা করেন মুল্ডার।

জবাবে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে চরমভাবে ব্যর্থ হয়। ১৭০ রানের অল আউট হয় তারা। দ্বিতীয় ইনিংসে তুলনামূলক ভালো করেছে জিম্বাবুয়ে। তবে ইনিংস ব্যবধানে হার এড়ানোর জন্য তা মোটেও যথেষ্ঠ ছিল না। মূলত বিশাল রানের চাপে জিম্বাবুয়ে আগেই পথ হারিয়েছিল। তার ফলে তেমন কোনো বড় জুটিও তারা দাঁড় করাতে পারেনি। একটা মাত্র হাফ সেঞ্চুরি ছিল তাদের ইনিংসে। নিক ওয়েলচ করেছিলেন ৫৫ রান। এছাড়া অধিনায়ক ক্রেগ ইরভিনের ৪৯ ও কাইতানোর ৪০ রান ছিল উল্লেখযোগ্য।

জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসকে ধ্বংস্তুপে পরিণত করার পথে বড় ভূমিকা রেখেছেন করবিন বস ও সেনুরান মুথুসামি। করবিন নিয়েছেন ৪ উইকেট, মুথুসামির শিকার ছিল তিন উইকেট। স্বাভাবিকভাবে মুল্ডার ম্যাচ সেরা হয়েছেন। সিরিজ সেরাও তিনি।

Exit mobile version