ব্যক্তিগত কারণ দেখিয়ে জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব ছেড়েছেন সাবেক ক্রিকেটার হান্নান সরকার। সাবেক এই ক্রিকেটার বিসিবির বয়সভিত্তিক ও জাতীয় দল মিলিয়ে মোট ৮ বছর ৮ মাস নির্বাচকের দায়িত্ব পালন করছেন। সর্বশেষ বাংলাদেশ জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পালনকালে চাকরি থেকে অব্যাহতি নেন হান্নান।
দায়িত্ব ছাড়ার সময়ই হান্নান জানান, কোচিং পেশায় যোগ দেবেন তিনি। এবার ঢাকা আবাহনীর প্রধান কোচ হিসেবে নতুন কাজ শুরু করলেন তিনি। আজ শুক্রবার (৭ জানুয়ারি) বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন।
আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করবেন হান্নান। তার সঙ্গে সহকারী কোচ হিসেবে আবাহনীতে কাজ করবেন তারেক আজিজ খান।