পাকিস্তানের মাটিতে আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি নিজেদের খেলার জন্য হাইব্রিড মডেলেন প্রস্তুত দিয়েছে বিসিসিআই। পাকিস্তানের পরিবর্তে দুবাই কিংবা শ্রীলঙ্কায় ভারতের ম্যাচগুলো খেলার প্রস্তুত দিয়েছে দেশটি।
কারণ পাকিস্তানে যেতে তারা ইচ্ছুক নয় ভারত ক্রিকেট দল। এবার ভারতের সাবেক অফস্পিনার হরভজন সিং পাকিস্তানের একটি টিভি চ্যানেলের এক অনুষ্ঠানের রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন।
সেই আলোচনা চলাকালীন ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাওয়ার বিষয়ে রেগে গিয়ে তিনি বলেন, ভারত আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল পাঠাবে না। কারণ পাকিস্তানে ‘আমাদের খেলোয়াড়রা নিরাপদ নয়’।
হরভজন পরিষ্কার বলে দেন, ‘আমাদের খেলোয়াড়রা যদি পাকিস্তানে নিরাপদ না থাকে, আমরা দল পাঠাব না। যদি খেলতে চান, খেলুন, না বলে খেলবেন না। পাকিস্তান ছাড়া ভারতীয় ক্রিকেট এখনও টিকে থাকতে পারে। যদি পাকিস্তান ভারতীয় ক্রিকেট ছাড়া টিকে থাকতে পারে, তবে তাই করুন।’
পাকিস্তান ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আনুষ্ঠানিক আয়োজক। ২০১৭ সালের পর ফের অনুষ্ঠিত হতে চলেছে এই টুর্নামেন্ট। সেবার ফাইনালে লন্ডনের ওভালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছিল।