নিরাপত্তাঝুঁকির কারণে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। ফলে প্রশ্ন উঠেছে তবে কি ভারতেই ক্যারিয়ারের শেষ খেলে ফেলেছেন সাকিব!
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনে মিরপুরে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন,‘অবসর তো নেন নাই…তাহলে তো আশা করতেই পারি (দেশে খেলে টেস্ট থেকে বিদায়)।’
এছাড়া সাকিবের বিদায়ী টেস্ট নিয়ে অধিনায়ক বলেন,‘এটা তো পরিকল্পনাতে ছিলই। আমার মনে হয়, বিশ্বের সেরা ক্রিকেটারদের একজন সাকিব। শুধু বাংলাদেশের বলব না, বিশ্বের সেরাদের একজন। খুবই দুর্ভাগ্যজনক, যেকোনো কারণেই হোক…হচ্ছে না । আমি ব্যক্তিগতভাবে অনুভব করি ও আমাদের প্রতিটি ক্রিকেটার অনুভব করে যে এটা পেন্ডিংই (স্থগিত) থেকে গেল।’
এছাড়া শান্ত বলেন,‘আসলে যত কথাই বলব এখান থেকে, কোনো কিছু পাওয়ার সম্ভাবনা খুব কম। কারণ, আমরা সবাই জানি, কেন উনি আসতে পারছেন না।’