টেস্ট ও বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার ইমরুল কায়েস। তবে নিজের বিদায়ী ইনিংসে ১ রানের বেশি করতে পারেননি এই ওপেনার। ফলে হার দিয়ে প্রথম শ্রেনীর ক্রিকেটকে বিদায়ী বলে দিলেন ইমরুল।
সোমবার মিরপুর শেরে-ই- বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চার দিনের জাতীয় ক্রিকেট লিগের ম্যাচের তৃতীয় দিনে ইমরুলের খুলনা বিভাগকে ৯ উইকেটে হারায় ঢাকা বিভাগ। বিদায়ী ম্যাচ শেষেই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন ইমরুল।
এসময় সাংবাদিকদের কাছে খোলাসা করলেন প্রথম শ্রেণির ক্রিকেট ছাড়ার কারণ। বাংলাদেশের হয়ে ৩৯ টেস্ট খেলা ব্যাটার সরল মনে জানান, এখন আর চার দিনের ম্যাচ খেলার মতো ফিটনেস তাঁর নেই। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য পূর্ণ শক্তি আছে।
৩৭ বছর বয়সী এই ক্রিকেটার বলেন,‘সত্যি বলতে আমার ফিটনেস এখন যে পর্যায়ে আছে, তাতে ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য নিজেকে টিকিয়ে রাখতে পারব। হয়তো আরও কয়েক বছর খেলতে পারব। চার দিনের ম্যাচ খেলার জন্য যে পরিমাণ শক্তি ও দৃঢ় মনোবল থাকতে হয়, তা এখন আর নেই।’
এছাড়া তিনি বলেন,‘আমার মনে হয়েছে, আমি যদি নিজেকে তরুণদের সঙ্গে তুলনা করি এবং ওদের মতো ছন্দে খেলতে না পারি, তাহলে নিজেকে ছোট মনে হয় এবং লজ্জা লাগে। কিন্তু সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে একদিনেই খেলা শেষ হয়ে যায়। এখানে ফুল এনার্জি দেওয়া সম্ভব।’
এ ম্যাচ দিয়ে ইমরুল ১৭ বছরের প্রথম শ্রেণির ক্যারিয়ারের ইতি টানলেন।