আমিরকে নিয়ে পাকিস্তানের শক্তিশালী বিশ্বকাপ দল

অবশেষে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অবশ্য ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলে কারা যায়গা পাচ্ছেন সে বিষয়টি অনুমিত ছিলো।

সব মিলিয়ে শক্তিশালী স্কোয়াড নিয়েই সেখানে যাচ্ছে ২০০৯ আসরের চ্যাম্পিয়নরা। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের জন্য ১৮ সদস্য থেকেই ১৫ জনকে চূড়ান্ত করেছে পিসিবি।

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান, উসমান খান, আজম খান, ইমাদ ওয়াসিম, শাদাব খান, সাইম আইয়ুব, ইফতিখার আহমেদ, আবরার আহমেদ, শাহিন আফ্রিদি, মোহাম্মদ আমির, নাসিম শাহ, আব্বাস আফ্রিদি ও হারিস রউফ।

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে ৭ ম্যাচের সিরিজে খেলছে বাবর আজমের দল। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে হেরে যাওয়া সমালোচনার মুখে পড়া পাকিস্তান দল পরের দুই ম্যাচ জিতে নেয়। আর ইংল্যান্ডের বিপক্ষে তাদের চার ম্যাচ সিরিজের প্রথমটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়।

গত ২২ মে বুধবার লিডসে সারাদিনই বৃষ্টি হয়েছে। ফলে টসের জন্য নির্ধারিত সময় বাংলাদেশ সময় ১১টার আগেই ম্যাচ পরিত্যক্ত হওয়ার কথা জানিয়ে দেয়া হয়।

Exit mobile version