আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দল
আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে আর কয়েকদিন পরেই মুশফিকুর রহিমের জন্য ঐতিহাসিক এক মাইলফলক অপেক্ষা করছে। ২ টেস্টের এই সিরিজের দুটি ম্যাচেই যদি খেলতে পারেন, তবে প্রথম বাংলাদেশী হিসেবে ১০০ টেস্ট খেলার অনন্য গৌরব অর্জন করবেন তিনি। তাই বিশ্বব্যাপি ক্রিকেটপ্রেমীদের দৃষ্টি এই টেস্ট সিরিজের দিকে থাকবে। সেই টেস্ট সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়তে চেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। সেজন্য নতুন নেতৃত্ব খোঁজ করেছে বিসিবি। কিন্তু উপযুক্ত কাউকে পাওয়া যায়নি। সাবেক অধিনায়ক মুমিনুল হককেও আহ্বান জানানো হয়, কিন্তু রাজি হননি। তবে শেষ পর্যন্ত শান্তকেই ২০২৭ পর্যন্ত চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সমাপ্তির সময়সীমাতে অধিনায়ক হতে রাজি করিয়েছে বিসিবি। তার নেতৃত্বেই এবার আয়ারল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে সর্বাধিক ৯৮ টেস্ট খেলে ইতোমধ্যেই কিংবদন্তি হয়ে গেছেন মুশফিকুর রহিম। এবার আরেকটি মাইলফলক হাতছানি দিচ্ছে তাকে। ১১ নভেম্বর সিলেটে ও ১৯ নভেম্বর মিরপুরে মাঠে গড়াবে দুই টেস্ট। এ দুটি খেললেই দেশের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে মুশফিক ১০০ টেস্ট খেলার গৌরব অর্জন করবেন।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম হবে ৩৮ বছর বয়সী মুশফিকের সেই গৌরবময় অর্জনের স্বাক্ষী। সেই অবিস্মরণীয় অর্জনকে মহিমান্বিত করার লক্ষ্যে এবার প্রথম শ্রেণীর আসর জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) সিলেট বিভাগের হয়ে খেলছেন মুশফিক। ইতোমধ্যে একটি সেঞ্চুরি করে প্রস্তুতিটাও ভালোভাবেই সেরেছেন।
আরও পড়ুনঃ জাতীয় দলের ব্যাটিং কোচ আশরাফুল

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য আজ বিসিবি যে দল ঘোষণা করেছে সেখানে খুব বেশি চমক নেই। তবে গত জুনে শ্রীলঙ্কা সফরে খেলা টেস্ট সিরিজের দল থেকে ছিটকে গেছেন ওপেনার এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম অঙ্কন ও অফস্পিনার নাঈম হাসান। দলে ফিরেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। সেবার ছিল ১৬ সদস্যের দল, এবার হয়েছে ১৪ জনের।
শ্রীলঙ্কার বিপক্ষে সেই সিরিজের প্রথম টেস্টে মুশফিক ও শান্ত সেঞ্চুরি হাঁকিয়েছিলেন গলে। ৫ মাস পর আবার টেস্ট খেলতে নামবে বাংলাদেশ দল। এ দুই ক্রিকেটারের দিকেই নজর থাকবে সবার। তবে শততম টেস্ট খেলার অপেক্ষায় থাকা মুশফিকের দিকেই সবাই মনোযোগ দেবেন।
বাংলাদেশ টেস্ট দলঃ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম অনিক, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, এবাদত হোসেন চৌধুরী ও হাসান মুরাদ।
বাদঃ এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম অঙ্কন ও নাঈম হাসান।
ফিরেছেনঃ মাহমুদুল হাসান জয়
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















