এশিয়া কাপ ক্রিকেটে দ্বিতীয় দিনের খেলায় সংযুক্ত আরব আমিরাতকে গুড়িয়ে ৯ উইকেটের বড় জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৩ ওভার এক বলেই মাত্র ৫৭ রানে গুড়িয়ে যায় স্বাগতিকরা। জবাবে অভিষেক শর্মার উইকেট হারিয়ে চার ওভার তিন বলেই ৬০ রান তুলে নেয় সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল।
টস হেরে ব্যাটিংয়ে নামা আরব আমিরাত প্রথম তিন ওভারে বিনা উইকেটে ২৫ রান তুলেছিলো। হার্ডিক পান্ডিয়ার করা প্রথম ওভারে ১০, জসপ্রিত বুমরাহ এর ওভারে ছয় এবং অক্সার প্যাটেলের করা তৃতীয় ওভারে ৯ রান সংগ্রহ করে। কিন্তু এরপরই তাদের ইনিংসে ধস নামে।
চতুর্থ ওভারের চতুর্থ বলে ব্যক্তিগত ২২রানে থাকা আলিশান শরাফুকে বোল্ড আউট করেন বুমরাহ। মূলত এরপরই শূরু হয় আসা যাওয়ার মিছিল। পরের ওভারেই দুই রানে থাকা মুহাম্মদ জোহাইবকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন বরুণ চক্রবর্তী।
ইনিংসের ষষ্ঠ ওভারে বল করতে আসা এই মুহুর্তে বিশ্বের অন্যতম সেরা পেসার বুমরাহ এর বিরুদ্ধে বলা যায় দু:সাহস দেখিয়েছেন স্বাগতিক দলের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। ওভারের প্রথম বলে বাউন্ডারি হাকানোর পর ৫ম ও ষষ্ঠ বলে আবারও বাউন্ডারি তুলে নেন।
৯ম ওভারে শুরু হয় স্বাগতিক দলের ব্যাটিং ধস। কুলদীপ যাদবের ওভারে আউট হয়ে যান রাহুল চোপড়া, মোহাম্মদ ওয়াসিম ও হারশিত কৌশিক। ৯ম ওভারে তিন উইকেট হারানো আরব আমিরাত পরের ২৫ বলে আরও ৫ উইকেট হারিয়ে অলআউট হয় মাত্র ৫৭ রানে।
দুই ওভার এক বলে ৭ রানের বিনিময়ে চার উইকেট তুলে নেন কুলদীপ। দুই উইকেটে চার রান দিয়ে তিন উইকেট পেয়েছেন শিবম দুবে। একটি করে উইকেট পেয়েছেন জসপ্রিত বুমরাহ, অক্সার প্যাটেল ও বরুণ চক্রবর্তী।
জবাবে খেলতে নেমে অভিষেক শর্মার ৩০, শুভমান গিলের অপরাজিত ২০ ও অধিনায়ক সূর্যকুমার যাদবের অপরাজিত ৭ রানের সুবাদে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারতীয় দল।
সংক্ষিপ্ত স্কোর:
সংযুক্ত আরব আমিরাত: ১৩.১ ওভারে ৫৭/১০।
ভারত: ৪.৩ ওভারে ৬০/১।
ফল: ভারত ৯ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: কুলদীপ যাদব
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















