কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রতিবাদের আগুন জ্বলছে গোটা ভারতে। যেখানে প্রতিবাদে একসাথে কন্ঠ মেলাচ্ছেন সাধারণ মানুষ থেকে তারকা খেলোয়াড় বা অভিনয়শিল্পী-সংগীতশিল্পী, বুদ্ধিজীবীরা।
আর জি কর–কাণ্ড নিয়ে ১১ আগস্ট মুখ খুলেছেন ভারত ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীও। তবে তাঁর সেই বক্তব্য একেবারেই সহজভাবে নেননি আন্দোলনকারী বা সাধারণ মানুষের কেউই। সৌরভের কথার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনায় ব্যস্ত সবাই। অবশেষে চাপের মুখে পড়ে নিজের সুর পাল্টাতে বাধ্য হয়েছেন সৌরভ।
সৌরভ সেদিন বলেছিলেন, ‘আমি মনে করি না, বিচ্ছিন্ন একটা ঘটনা দিয়ে সবকিছুর বিচার করা উচিত। এ ধরনের দুর্ঘটনা বিশ্বের সব জায়গায়ই ঘটে। তাই এটা ভাবার সুযোগ নেই যে সবকিছু বা সবাই নিরাপদ নয়। এটা ভাবা ভুল যে মেয়েরা নিরাপদ নয়। শুধু পশ্চিমবঙ্গই নয়, ভারতের সব জায়গায়ই মেয়েরা নিরাপদ। আমরা সেরা একটি জায়গায় বসবাস করি। একটি ঘটনা দিয়ে কারও এটা বিচার করা উচিত নয়’।
আর চাপের মুখে এবার তিনি বলেছেন, ‘গত রোববার আমি এটা (আর জি কর–কাণ্ড) নিয়ে কথা বলেছিলাম। আমি জানি না, আমার বক্তব্য কীভাবে উপস্থাপন করা হয়েছে। এটা ভয়ংকর এক ঘটনা। অপরাধীর এমন শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ আর এমনটা করতে না পারে। তদন্ত চলছে। আমি আশা করি, অপরাধী ধরা পড়বে এবং শাস্তি পাবে। মানুষ যেভাবে প্রতিবাদ করছে, বিশ্বের যেকোনো জায়গায় এমন ঘটনা ঘটলে এভাবেই মানুষ আওয়াজ তুলবে।’