আলট্রা এজ নিয়ে বিতর্কিত সিদ্ধান্ত; সৌম্য জানালেন বল তাঁর ব্যাটে লাগেনি

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে লক্ষ্যের খুব কাছে গিয়ে হারলেও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে রীতিমত নাকাল করে দাপুটে এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতায় ফিরেছে স্বাগতিকরা।

এদিন শ্রীলঙ্কার ছুঁড়ে দেয়া ১৬৬ রান তাড়ায় শুরুটা বেশ ভালো করেন লিটন দাস ও সৌম্য সরকার। সৌম্য অবশ্য শুরু থেকে কিছুটা নড়বড়ে ছিলেন। ইনিংসের চতুর্থ ওভারে তাঁকে আউট দিয়ে বসেন আম্পায়ার। বিনুরা ফার্নান্দোর শর্ট লেংথের বলে পুল করেছিলেন সৌম্য। বল চলে যায় উইকেটরক্ষকের হাতে।

ফার্নান্দো আবেদন করলে তাতে সাড়া দেন আম্পায়ার গাজী সোহেল। এর সাথে সাথেই রিভিউ নেন সৌম্য। আলট্রা এজে স্পাইকও দেখা যায়। তবে তাঁকে নট আউট ঘোষণা করেন তৃতীয় আম্পায়ার মাসুদুর রহমান। তাঁর দাবি ছিলো বল আর ব্যাটের মধ্যে যথেষ্ট ফাঁক ছিলো। স্পাইকও বল ব্যাট পেরিয়ে যাওয়ার পর এসেছে বলে জানানো হয়।

এই আউট নিয়ে মাঠে অনেকটা সময় খেলা বন্ধ করে রেখেছিলেন লঙ্কান ক্রিকেটাররা। তবে ম্যাচ শেষে সৌম্য নিজেই এ নিয়ে কথা বলেছেন। জানিয়েছেন তাঁর আত্মবিশ্বাসের কথা। বল তাঁর ব্যাটে লাগেনি বলে জানান তিনি।

ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে সৌম্য জানান, ‘আমি আত্মবিশ্বাসী ছিলাম, বল আমার ব্যাট লাগেনি। আম্পায়ার আউট দেওয়ার পর আমি সরাসরি রিভিউ নিয়েছি। হয়তোবা কোনো একটা শব্দ এসেছিল, আমার চেইন থেকে হতে পারে কিংবা হেলমেট থেকে হতে পারে। আত্মবিশ্বাসী থাকার কারণেই লিটনের কাছে জিজ্ঞাসা না করেই রিভিউ নেওয়া।’

Exit mobile version