এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএলের দুই আলোচিত মুখ আলিস আল ইসলাম ও জাকির আলী অনিক। উভয়েই ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। এদের মধ্যে আলিস শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জায়গা পেয়েও তা হারালেন। আর জাকির সে জায়গায় দলে ঢুকলেন।
সিলেটে ৪ মার্চ থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বিপিএলে রহস্যময় বোলিং দেখিয়ে নজরকাড়া আলিস আল ইসলামকে দলে নিয়েছিলেন নির্বাচকরা। কিন্তু বিপিএল ফাইনালে বরিশালের বিপক্ষে ডান হাতের মধ্যমায় ব্যাথা পান আলিস।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি’র বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম জানিয়েছেন, এম.আর.আই পরীক্ষায় আলিসের ডান হাতের মাঝের আঙ্গুলে চোট ধরা পড়েছে। পুরোপুরি সুস্থ হতে আলিসের দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে। ফলে এই সিরিজ থেকেই ছিটকে গেলেন ২৭ বছর বয়সি আলিস।
ফলে ১৫ সদস্যের স্কোয়াডে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন বিপিএলেই আলিসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স সতীর্থ লোয়ার মিডল অর্ডার ব্যাটার জাকির আলী অনিক।
একজন স্পিনারের জায়গায় ব্যাটারকে নেয়ার ব্যাখ্যাও দিয়েছেন বিসিবি’র প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। ‘দলে নির্ভর করার মতো তিনজন স্পিনার আছেন। এরা হলেন, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম ও শেখ মাহেদি হাসান। ফলে দলের ব্যালান্স বাড়াতেই জাকিরের মতো একজন পারফর্মার ব্যাটার বিষয়ে আমরা জোর দিয়েছি। বিশেষ করে সে খুব ভালো একজন ফিনিশার হিসেবে এবারের বিপিএলে নিজেকে মেলে ধরেছে।’ বিসিবি’র পাঠোনো সংবাদ বিজ্ঞপ্তিতে এভাবেই বলছিলেন প্রধান নির্বাচক।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে এবারের বিপিএলে ৯৯.৫ গড়ে ১৯৯ রান করেছেন জাকির আলী অনিক। যার স্ট্রাইক রেট ছিলো ১৪১।
১৫ সদস্যের বাংলাদেশ দল:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, মোহাম্মদ নাইম শেখ, তৌহিদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মেহেদি হাসান, মাহমুদুল্লাহ, তাইজুল ইসলাম, রিশাদ হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও জাকির আলী অনিক।