আলোকস্বল্পতায় তৃতীয় দিনের খেলা স্থগিত; লিডে বাংলাদেশ

বৃষ্টির পর আলো স্বল্পতার কারণে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের তৃতীয় দিনের খেলা স্থগিত হয়ে গেছে। বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ২৮৩ রান সংগ্রহ করে ৮১ রানের লিড নিয়ে আগামীকাল চতুর্থ দিনের খেলা শুরু করবে। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ৮৭ রানে অপরাজিত থেকে সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছেন, তার সঙ্গী নাইম হাসান ১৬ রান করে অপরাজিত আছেন।

তৃতীয় দিনের শুরুটা বাংলাদেশের জন্য বেশ কঠিন ছিল। দিন শুরুর আগের ১০১ রানের ঘাটতি মোকাবিলা করতে নেমে মাত্র ১১ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। তবে, মেহেদী হাসান মিরাজ ও অভিষিক্ত জাকের আলী অনিকের ১৩৮ রানের জুটি বাংলাদেশকে ইনিংস পরাজয়ের শঙ্কা থেকে মুক্ত করে লিডের পথে নিয়ে যায়। জাকের ৫৮ রান করে আউট হলেও মিরাজ দারুণ ব্যাটিংয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন।

বৃষ্টির পর খেলা পুনরায় শুরু হলেও আলোকস্বল্পতার কারণে ৫ ওভারের বেশি খেলা সম্ভব হয়নি। বিকাল ৩টা ৫৬ মিনিটে আম্পায়াররা দিনের খেলা স্থগিত ঘোষণা করেন।

প্রথম ইনিংসে বাংলাদেশের ১০৬ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা ৩০৮ রান তুলে ২০২ রানের লিড নেয়। তবে দ্বিতীয় ইনিংসে মিরাজ ও জাকেরের অসাধারণ জুটির ফলে বাংলাদেশ এখন ৮১ রানের লিড নিয়ে চতুর্থ দিনের অপেক্ষায়।

Exit mobile version