আলো স্বল্পতায় মিরপুরে খেলা বন্ধ

দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৩৮ রানে ব্যাট করছিলো বাংলাদেশ। এই অবস্থায় টিম সাউদির করা ৮ম ওভারের ৫ম বলটি মিড অফের দিকে চিপ করতে গিয়ে কেন উইলিয়ামসের হাতে ধরা পড়েন নাজমুল হোসেন শান্ত।

৩৮ রানে দ্বিতীয় উইকেটে হারানোর পর ক্রিজে আসেন মুমিনুল হক সৌরভ। ওভারের শেষ বলটি মিড অফের দিকে ঠেলে দেন।

সময় তখন দুপুর ২ টা ৪৭ মিনিট। আম্পায়াররা ‘লাইট মিটার’ বের করে আলো স্বল্পতার বিষয়টি পরীক্ষা করে খেলা বন্ধের নির্দেশ দেন।

সর্বশেষ বিকাল চারটার সময় আম্পায়াররা উইকেটের কাছাকাছি এসে নিজেদের মধ্যে আলোচনা করেন। তবে খেলা চালিয়ে নেয়ার বিষয়ে এখনও তারা কোন সিদ্ধান্ত জানাননি।

Exit mobile version