আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিতে দক্ষিণ আফ্রিকা। শনিবার ইংল্যান্ডের দেওয়া ১৮০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকা ২৯.১ ওভারে ৭ উইকেট হাতে জয় নিশ্চিত করে।
এদিন রান তাড়ায় দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার জফরা আর্চারের তোপে পাওয়ারপ্লের মধ্যে বিদায় নেন। ত্রিস্টান স্টাবস ডাকে ফেরার পর রায়ান রিকেল্টন ফেরেন ২৭ রানে। এরপর ১২৭ রানের নিরবচ্ছিন্ন জুটি হয় রসি ফন ডার ডুসেন ও হেইনরিখ ক্লাসেনের মধ্যে। ক্লাসেন ৫৬ বলে ৬৪ রান করে বিদায় নিলেও জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন ডুসেন। তিনি ৮৭ বলে করেন ৭১ রান। মিলারের ব্যাট থেকে আসে ৭।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৩৮.২ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১৭৯ রান করে ইংল্যান্ড। শুরুতেই প্রোটিয়াদের পেস তোপে পড়ে ইংল্যান্ড। ৩৭ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রেখে ফিল সল্ট ৮ ও জেমি স্মিথ ০ রানে আউট হন। টুর্নামেন্টে তাদের সম্মিলিত রান ৫৪। সপাটে খেলতে থাকা বেন ডাকেট ২৪ রানে সাজঘরে ফেরেন। তিনজনের উইকেটই নেন মার্কো ইয়ানসেন।
জো রুট ও হ্যারি ব্রুক গড়েন ৬২ রানের জুটি। কেশভ মহারাজ ব্রুককে ১৯ রানে ফিরিয়ে তাদের জুটি ভাঙেন। একটু পর জো রুটও ৩৭ রানে বিদায় নেন। লিয়াম লিভিংস্টোন ৯, জেমি ওভারটন ১১ ও জফরা আর্চার ২৫ রান করেন। আগের দুই ম্যাচের মতো জন বাটলারও বড় রান করতে পারেননি। ৪৩ বলে ২১ রান করে লুঙ্গি এনগিদির শিকার হন তিনি। ১৭৯ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। বল হাতে ৩টি করে উইকেট নেন ইয়ানসেন ও উইয়ান মুল্ডার। এ জয়ের ফলে তিন পয়েন্ট নিয়ে বিদায় নিল আফগানিস্তান।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড ৩৮.২ ওভারে ১৭৯/১০
দ.আফ্রিকা ২৯.১ ওভারে ১৮১/৩
দ.আফ্রিকা ৭ উইকেটে জয়ী