জিতলেই নারী ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনাল। এমন ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে ভারত সেমিফাইনাল খেলা নিশ্চিত করেছে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারত জয় পেয়েছে ৫৩ রানে। এ জয়ের ফলে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা আর ইংল্যান্ডের সঙ্গী হয়ে ভারত সেমিফাইনাল খেলা নিশ্চিত করেছে।
ব্যাট হাতে ভারত এ ম্যাচে রান উৎসব করেছে। ৪৯ ওভারে ৩ উইকেট হারিয়ে তারা করেছিল ৩৪০ রান। ফলে জয়টা তারা তখনই দেখতে পাচ্ছিল। কিন্তু আবহাওয়া তাদের দেখার পথটা বারবার অস্পষ্ট করে তুলছিল। বারবার বৃষ্টিতে দেখা বিঘ্ন ঘটেছে। ফলে এক পর্যায়ে খেলা ৪৪ ওভারে নামিতে আনতে হয়। আর সেখানে ইংল্যান্ড ব্যর্থ হয়েছে। ৪৪ ওভারে তাদের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল ৩২৫ রান। ইংল্যান্ড করতে পেরেছে ৮ উইকেট হারিয়ে ২৭৮ রান।
ব্যাট হতে ইংলিশ বোলারদের নাস্তানাবুদ করেছে ভারতের দুই ওপেনার। প্রাতিকা রাওয়াল ও স্মৃতি মান্দানা প্রথম উইকেটে ২১২ রান করেন। উভয়ে দেখা পেয়েছেন সেঞ্চুরির। প্রাতিকা ১২২ রান করেন, মান্দানার সংগ্রহ ১০৯ রান। কম যাননি জেমিমা রদ্রিগুয়েস। ৭৬ রান তার।
জবাবে ইংল্যান্ড ব্যাটারদের কেউ স্বস্তির হাসি হাসতে পারেননি। ব্রুক হ্যালিডে ৮১ রান ও ইসাবেলা গেজ ৬৫ রান করে কিছুটা চেষ্টা করেছিলেন, কিন্তু তা যথেষ্ঠ ছিল না। ভারতীয় বোলারদের কাউকে ইংলিশ ব্যাটাররা হতাশ করেননি। ছয় বোলার বল হাতে নিয়েছেন, প্রত্যেকে সফল হয়েছেন।
প্রত্যেক দল এরই মধ্যে ছয়টি করে ম্যাচ খেলা শেষ করেছে। আর একটি করে ম্যাচ বাকি। ১১ পয়েন্ট নিয়ে সবার উপরে অস্ট্রেলিয়া। ১০ পয়েন্ট দক্ষিণ আফ্রিকার। ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ইংল্যান্ড। ভারতের পয়েন্ট ৬। ২ পয়েন্ট বাংলাদেশ সপ্তম স্থানে। সমান পেয়েন্ট নিয়ে সবার নিচে পাকিস্তান।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















