ছয় ম্যাচ থেকে বাংলাদেশের বিপক্ষে জয় ছাড়া বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের এখন পর্যন্ত কোন অর্জন নেই এবারের বিশ্বকাপে। ভারতকে ২২৯ রানে আটকে দিয়েও ইংল্যান্ড আজ হেরেছে ১০০ রানের বড় ব্যবধানে। অন্যদিকে, টানা ষষ্ঠ জয়ে প্রথম দল হিসেবে এবারের আসরে সেমিফাইনাল নিশ্চিত করলো রোহিত শর্মার দল।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ভারত ৯ উইকেটে ২২৯ রান করে। জবাবে ৩৪ ওভার ৫ বলে ১২৯ রানে অলআউট হয় ইংল্যান্ড। এই পরাজয়ের ফলে পয়েন্ট টেবিলের তলানিতেই থাকলো ইংল্যান্ড। আর ছয় ম্যাচের সবগুলো জিতে দক্ষিণ আফ্রিকাকে টপকে টেবিলের শীর্ষে জায়গা করে নিল স্বাগতিক ভারত।
ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ফিল্ডিং নেয় ইংল্যান্ড। বোলিংয়ে শুরুটা দারুণ করে তারা। ৪০ রানের মধ্যেই ভারতের ৩ উইকেট তুলে নেয় ইংলিশ বোলাররা। দলীয় ২৬ রানে আউট হয়েছেন শুভমান গীল। ৯ রান করেছেন তিনি। এরপর স্কোরবোর্ডে ১ রান জমা হওয়ার পরই আউট হয়ে গেছেন ইনফর্ম বিরাট কোহলি। নয় বল খেলে কোন রানই করতে পারেন নি কোহলি। শ্রেয়াস আয়ার আউট হয়েছেন ৪ রান করে। এরপর লোকেশ রাহুলকে নিয়ে ভারতের প্রাথমিক বিপর্যয় সামাল দেন অধিনায়ক রোহিত শর্মা। চতুর্থ উইকেট জুটিতে ৯১ রান যোগ করেন তারা। ইনিংসে এটাই সর্বোচ্চ রানের জুটি ভারতের।
রাহুল যখন ৩৯ রানে আউট হয়েছের ভারতের স্কোর তখন ৪ উইকেটে ১৩১ রান। অন্যদিকে সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন রোহিত শর্মা। কিন্তু শতক থেকে ১৩ রান দূরে থাকতে আউট হয়েছেন তিনি। ১০১ বলে ৮৭ রান করেন ভারতের অধিনায়ক। রোহিতের আউটের পর সূর্যকুমার যাদব ছাড়া আর কোন ব্যাটার ভালো করতে পারেন নি। ৪৯ রান করেন সূর্যকুমার। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেটে ২২৯ রান করে ভারত। ইংলিশ বোলার ডেভিড উইলি নিয়েছেন ৩ উইকেট। ক্রিস ওকস ও আদিল রশিদ নেন ২টি করে উইকেট।
খারাপ সময় থেকে কিছুতেই বের হতে পারছে না ইংল্যান্ড। ভারতীয় পেসারদের তোপোর মুখে পড়ে ইংলিশ ব্যাটাররা। ২৩০ রানের টার্গেটে খেলতে নেমে ৯ রানের ব্যবধানে চার উইকেট হারায় তারা। বিনা উইকেটে ৩০ রান থেকে ৪ উইকেটে ৩৯ রান দাঁড়ায় ইংল্যান্ডের স্কোর।
দলীয় ৩০ রানে ডেভিড মালান ও জো রুট, ৩৩ রানে বেন স্টোকস এবং ৩৯ রানে জনি বেয়ারস্টো আউট হয়েছেন। এর মধ্যে কোন রান না করেই ফিরেছেন জো রুট ও বেন স্টোকস। অধিনায়ক জস বাটলারও দলের বিপদে হাল ধরতে পারেন নি। দলীয় ৫২ রানে পঞ্চম ব্যাটার হিসেবে আউট হয়েছেন বাটলার।
মঈন আলী যখন আউট হয়েছেন ইংল্যান্ডের সংগ্রহ তখন ৬ উইকেটে ৮১ রান। এরপর ৯৮ রানের মাথায় আউট হয়েছেন ক্রিস ওকস ও লিয়াম লিভিংস্টোন। ইংল্যান্ডের ইনিংসের সর্বোচ্চ ২৭ রান এসেছে লিভিংস্টোনের ব্যাট থেকে। শেষ দিকে ডেভিড উইলির ১৬ ও আদিল রশিদের ১৩ রানে ১২৯ রান করতে পেরেছে ইংল্যান্ড। ভারতীয় পেসার মোহাম্মদ শামি ৪টি ও বুমরাহ ৩ উইকেট নেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











