ইংল্যান্ডের টিকে থাকার লড়াই, দলে ফিরলেন আর্চার

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে টিকে থাকতে তৃতীয় ওয়ানডেতে জয়ের বিকল্প নেই ইংল্যান্ডের সামনে। চেস্টার-লে-স্ট্রিটে অনুষ্ঠিত ম্যাচে টানা তৃতীয়বার টস জিতে বল করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক।

সিরিজে ২-০ তে পিছিয়ে থাকা ইংল্যান্ডের দলে ফিরেছেন পেসার জোফরা আর্চার। তিনি অলিভার স্টোনের পরিবর্তে দলে সুযোগ পান। ম্যাচ শুরুর আগে ব্রুক বলেন, “৫০ ওভার ব্যাট করা কঠিন হতে পারে, তবে আমরা এমন খেলোয়াড়দেরই বেছে নিয়েছি যারা নিজেদের সামর্থ্যের জন্যই দলে আছেন।”

অস্ট্রেলিয়া তাদের দলেও দুইটি পরিবর্তন আনে। অধিনায়ক মিচেল মার্শ জানিয়েছেন, ট্র্যাভিস হেডের চোট এবং অ্যাডাম জাম্পার অসুস্থতার কারণে ক্যামেরন গ্রিন ও শন অ্যাবটকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ম্যাচের আগে মার্শ বলেন, “আজ আমাদের ভালো একটি দল আছে এবং সিরিজ জয়ের সুযোগ রয়েছে।”

ইংল্যান্ডের একাদশ: বেন ডাকেট, ফিল সল্ট, উইল জ্যাকস, হ্যারি ব্রুক (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, জেকব বেটেল, ব্রাইডন কারস, জোফরা আর্চার, আদিল রশিদ, ম্যাথিউ পটস।

অস্ট্রেলিয়ার একাদশ: ম্যাথিউ শর্ট, মিচেল মার্শ (অধিনায়ক), স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, মার্নাস লাবুশানে, অ্যালেক্স কেরে (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, অ্যারন হার্ডি, শন অ্যাবট, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড।

Exit mobile version