আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান। পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মাটিতে ম্যাচটি শুরু দুপুর ৩টায়। এর আগে গ্রুপ ‘এ’থেকে দুই দলের সেমিফাইনালের নিশ্চিত হয়েছে। শেষ চারে ভারত ও নিউজিল্যান্ড। এক ম্যাচ হাতে রেখেই আসর থেকে ছিটকে গেছে বাংলাদেশ ও স্বাগতিক পাকিস্তান।
তবে গ্রুপ ‘বি’ সেমিফাইনালের সমীকরণ জমে উঠেছে। নিজেদের প্রথম ম্যাচে হেরেছে আফগানিস্তান ও ইংল্যান্ড। ফলে দুই দলের জন্যই ম্যাচটি ‘ডু অর ডাই’ ম্যাচ। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের।
তবে‘বি’ গ্রুপ থেকে সেমিতে ওঠার দৌড়ে এগিয়ে আছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। নিজেদের প্রথম ম্যাচে জয়ের পর দুই দলের মুখোমুখি লড়াই গতকাল বৃষ্টির কারণে ভেস্তে গেছে। যে কারণে পয়েন্ট ভাগাভাগি হয়েছে। দুটি করে শেষে দুই দলের পয়েণ্ট ৩ করে।
ইংল্যান্ড স্কোয়াড : জস বাটলার (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, টম ব্যান্টন, হ্যারি ব্রুক, রেহান আহমেদ, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, সাকিব মাহমুদ, ফিল সল্ট ও মার্ক উড।
আফগানিস্তান স্কোয়াড : হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ আটাল, রহমত শাহ, ইকরাম আলিখিল, গুলবাদিন নাঈব, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নাঙ্গিয়াল খারোতি, নূর আহমাদ, ফজলহক ফারুকী, ফরিদ মালিক, নাভিদ জাদরান।