আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের রান পাহাড় টপকে বড় ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া। পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচে জশ ইংলিশদের ঝড়ো সেঞ্চুরিতে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারায় তারা।
এদিন ইংল্যান্ডের দেওয়া রেকর্ড ৩৫২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৭ রানে দুই উইকেট হারায় অজিরা। ট্রার্ভিস হেড ৬ রান করে আর্চারের বলে বিদায় নেন। এরপর অধিনায়ক স্টিভেন স্মির্থ ৫ রান করে মার্ক উডের বলে ক্যাচ আউট। তবে দলের চাপের মুখে ওপেনার ম্যাথিউ শর্ট ও মারনাস লাবুশেন বেশ শক্ত জুটি গড়েন।
এ জুটিতে তারা অস্ট্রেলিয়াকে নিয়ে যায় ১২২ রানে। এরপর ফের দ্রত দুই উইকেট হারায় তারা। মারনাস ৪৫ বলে ৪৭ রান করে রশিদের বলে বাটলারের হাতে ক্যাচ দেন আর দলীয় ১৩৬ রানে ম্যাথিউ শর্ট ৬৬ বলে ৯ বাউন্ডারি ও এক ছক্কায় ৬৩ রান করে লিয়াম লিভিংস্টোনের বলে বিদায় নেন।
২২.২ ওভারে ৪ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ তখন ১৩৬ রান। কিন্তু এরপরই ম্যাচের গতি পাল্টে যায়। জশ ইংলিশ ও অ্যালেক্স ক্যারিয়ে ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন। অবশেষে দলীয় ২৮২ রানে এ জুটি ভাঙেন ব্রাইডন কারস। অ্যালেক্স ক্যারি আট বাউন্ডারিতে ৬৩ বলে ৬৯ রান করে বাটলারের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন।
শেষ দিকে গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে জয় নিয়ে মাঠ ছাড়েন জশ ইংলিশ। অবশ্য এর আগে ইংলিশ ৭৭ বলে আট বাউন্ডারি ও চার ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন। শেষ পর্যন্ত জশ ইংলিম ৮৬ বলে আট বাউন্ডারি ও ছয় ছক্কায় অপরাজিত ১২০ ও ম্যাক্সওয়েল ১৫ বলে চার বাউন্ডারি ও দুই ছক্কায় অপরাজিত ৩২ রান করেন। ফলে ৪৭.৩ ওভারে ৫ উইকেটে ৩৫৬ রান তোলে অস্ট্রেলিয়া।
এর আগে শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়া। তবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংলিশদের। দলীয় ১৩ রানের মধ্যে ফিলিপ সল্টের উইকেট হারায় তারা। বেন দ্বারশুইসের বলে অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার। এরপর এক প্রান্ত আগলে রেখে অজি বোলারদের একাই শাসন করতে থাকেন বেন ডাকেট।
অসাধারণ এক ইনিংস খেলে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ও ব্যক্তিগতও সর্বোচ্চ রানের ইনিংস উপহার দেন। ২০০৪ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১৪৫ রানের ইনিংস খেলেছিলেন নিউজিল্যান্ডের অ্যাস্টলে। এদিন অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬৫ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন বেন ডাকেট। এই ফরম্যাটে এর আগে ডাকেটের সর্বোচ্চ ব্যক্তিগত রান ছিল ১০৭।
এছাড়া ৭৮ বলে ৬৮ রান করে অ্যডাম জাম্পার বলে এলবিডব্লিউ-এর শিকার হয়ে ফেরেন রুট। তিন নম্বরে নামা জেমি স্মিথ ফেরেন ১৫ রান করে। জস বাটলার ২১ বল খেলে ২৩ রান করে বিদায় নেন ম্যাক্সওয়েলের বলে। শেষ দিকে জফরা আর্চারের ১০ বলে ২১ রানের ক্যামিওতে বড় সংগ্রহ পায় ইংল্যান্ড।
নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৫১ রান সংগ্রহ করে তারা। অজিদের পক্ষে ৩ উইকেট নিয়েছেন বেন দ্বারশুইস। এছাড়া জাম্পা পেয়েছেন ২ উইকেট এবং ম্যাক্সওয়েল নিয়েছেন ১টি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড ৫০ ওভারে ৩৫১/৮
অস্ট্রেলিয়া ৪৭.৩ ওভারে ৩৫৬/৫
অস্ট্রেলিয়া ৫ উইকেটে জয়ী