এ বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ইংল্যান্ড ও ভারতের মধ্যকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে জসপ্রীত বুমরাহ, রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে না খেলানোর গুঞ্জন শোনা যাচ্ছে। সিরিজটি হওয়ার কথা ভারতের মাটিতে।
ইংল্যান্ড ও ভারতের মধ্যকার ওয়ানডে সিরিজটি মূলত আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একটি টিউন-আপ সিরিজ। তাই এই তিনজনকে পর্যাপ্ত রেস্টের সময় দেয়া হবে বলে শোনা যাচ্ছে।
স্পোর্টসটকের প্রতিবেদন অনুসারে, কাজের চাপের কারণে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বুমরাহকে বিশ্রাম দেওয়া হবে। রোহিত এবং কোহলি জুটিও ছুটিতে থাকবে বলে শোনা যাচ্ছে।
ভারত ইংল্যান্ড শুধু ওয়ানডেই খেলবে না সাথে আছে একটি টি-টোয়েন্টি সিরিজও। টি২০ সিরিজটি ২২ জানুয়ারী থেকে শুরু হবে এবং সিরিজের শেষ খেলাটি ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজটি ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১২ ফেব্রুয়ারি শেষ হবে।
উল্লেখ্য, ভারত টিম বর্তমানে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে খেলছে অস্ট্রেলিয়ায়। ৫ ম্যাচের টেস্ট সিরিজে ৪ ম্যাচ শেষে ২-১ এ এগিয়ে আছে অস্ট্রেলিয়া। এক ম্যাচ ড্র হয়েছে। অবশিষ্ট আছে আর এক ম্যাচ। তারপরেই ফেব্রুয়ারিতে ইংল্যান্ড ক্রিকেট দল ভারতে আসবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেদের ঝালিয়ে নিতে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















