ইংল্যান্ডে থেকেও থামছেন না কোহলি, চোখ এখন ২০২৭ বিশ্বকাপে

কোহলি

কোহলি

খেলার মাঠ থেকে আপাতত দূরে থাকলেও ক্রিকেট থেকে দূরে নেই বিরাট কোহলি। স্ত্রী আনুশকা শর্মা ও সন্তানদের নিয়ে লন্ডনে সময় কাটালেও নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছেন ভারতীয় ব্যাটিং গ্রেট। সাবেক সতীর্থ দিনেশ কার্তিক জানালেন, ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখেই নিজেকে ধারাবাহিকভাবে প্রস্তুত রাখছেন কোহলি।

কার্তিক বলেন, “লম্বা বিরতি পেয়েও ও অনুশীলন বন্ধ রাখেনি। লন্ডনে থেকেও সপ্তাহে দুই-তিনদিন ব্যাট হাতে ঘাম ঝরিয়েছে। এটা দেখেই বোঝা যায়, পরের বিশ্বকাপের জন্য ও কতটা সিরিয়াস।”

টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর কোহলির খেলার ব্যস্ততা অনেক কমেছে। গত জুনে আইপিএল শেষ হওয়ার পর থেকেই তিনি ইংল্যান্ডে পরিবারের সঙ্গে ছিলেন। প্রায় চার মাস পর সম্প্রতি দেশে ফিরে অস্ট্রেলিয়া সফরে দলের সঙ্গে যোগ দিয়েছেন এই তারকা ব্যাটার।

এখন প্রশ্ন—৩৮ বছর বয়সেও কি তিনি ভারতের হয়ে ২০২৭ বিশ্বকাপে খেলবেন? দিনেশ কার্তিকের মতে, “ওর চিন্তার কিছুই নেই। কোহলি জানে চাপের মধ্যে কীভাবে পারফর্ম করতে হয়—ও বছরের পর বছর সেটাই করে এসেছে।”

আনুশকা ও কোহলি দুজনেই ইংল্যান্ডের নিরিবিলি পরিবেশে জীবনযাপন পছন্দ করেন। আলোচনার কেন্দ্র থেকে সরে গিয়ে পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি কোহলি এখন নিজের শারীরিক ফিটনেস ও মানসিক প্রস্তুতিতেও মন দিচ্ছেন।

চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর প্রথমবার ভারতের জার্সিতে আবার দেখা যাবে তাকে। আগামী রোববার পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই মাঠে নামবেন কোহলি।

Exit mobile version