চলছে ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজ। পাঁচ ম্যাচ সিরিজের তিন ম্যাচ শেষে ২-১ এ এগিয়ে আছে স্বাগতিক ভারত। রাঁচিতে আগামী ২৩ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে সিরিজের চতুর্থ ম্যাচ। এই ম্যাচ শুরুর আগে জানা গেলো, চতুর্থ টেস্টটি বাতিল করতে সন্ত্রাসী হামলার হুমকি দেয়া হয়েছে।
ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ইংল্যান্ড-ভারতের মধ্যকার চতুর্থ টেস্ট যাতে মাঠে না গড়ায় এজন্য হুমকি দিয়েছে ভারত সরকার ঘোষিত সন্ত্রাসীর তালিকায় থাকা গুরপতবন্ত সিং পান্নুনের বিরুদ্ধে।
গুরপতবন্ত সিং একটি ভিডিও বার্তার মাধ্যমে নিষিদ্ধ সিপিআইকে (মাওবাদী) অনুরোধ করেছে যেন চতুর্থ টেস্টে বিঘ্ন ঘটানো হয়। পিটিআই জানিয়েছে, সন্ত্রাসী হুমকির অভিযোগে ঝাড়খন্ড পুলিশ গুরপতবন্ত সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।
রাঁচির উপকন্ঠে হাতিয়া শহর পুলিশের ডিএসপি পিকে মিশ্র সংবাদ মাধ্যমকে বলেন, ‘রাঁচিতে ম্যাচ বাতিল করতে ইংল্যান্ড ও ভারতের দলকে হুমকি দিয়েছেন গুরপতবন্ত সিং। তিনি সিপিআইকেও (মাওবাদী) অনুরোধ করেছে, ম্যাচ বাতিল করতে যেন বিঘ্ন ঘটানো হয়। তথ্যপ্রযুক্তি আইনের অধীন ধুরওয়া থানায় তার বিরুদ্ধে এফআইআর গঠন করা হয়েছে এবং তদন্ত চলছে।’
পিকে মিশ্র আরো জানান, সন্ত্রাসী হামলার হুমকির পর চতুর্থ টেস্ট ঘিরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। রাঁচি পুলিশের এএসপি চন্দন কুমার সিনহা জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিতে চতুর্থ টেস্টে প্রায় ১ হাজার পুলিশ মোতায়েন করা হবে।