ইংল্যান্ড ম্যাচ থেকে ছিটকে গেলেন ম্যাক্সওয়েল

গলফ বগি থেকে পড়ে আঘাত পাওয়ায় শনিবারের ইংল্যান্ডের ম্যাচ থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। একদিনের ছুটিতে আহমেদাবাদে গলফ খেলতে গিয়েছিলো অস্ট্রেলিয়া স্কোয়াড। সেখানে একটি গলফ বগি থেকে পড়ে গিয়ে এই দূর্ঘটনা ঘটেছে। তবে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট থেকে বলা হয়েছে ম্যাক্সওয়েলের কোনো ইনজুরি নেই। অর্থাৎ ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচটি মিস করলেও টুর্নামেন্টের বাকী ম্যাচগুলো খেলতে পারবেন তিনি।

গত সপ্তাহেই বিশ্বকাপে একটি অন্যতম রেকর্ড গড়েন এই তারকা অলরাউন্ডার। নেদারল্যান্ডসের বিপক্ষের ম্যাচটিতে সেঞ্চুরি করেছিলেন ম্যাক্সওয়েল। শতকে পৌছাতে মাত্র ৪০ বল খেলেছিলেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে এটিই দ্রুততম সেঞ্চুরি।

চলতি বিশ্বকাপে ৩৯.২০ গড়ে ১৯৬ রান করেছেন ম্যাক্সওয়েল। ৪ টি উইকেটও তুলে নিয়েছেন এই অফস্পিনার।

কাগজে-কলমে এখনো বিদায় ঘন্টা না বাজলেও সেমিফাইনালের প্রতিদ্বন্দ্বিতা থেকে ছিটকে গেছে ইংল্যান্ড। তবে বিশ্বকাপটা খুব ভালোভাবে শুরু করতে না পারলেও টানা চার জয়ে এখন টেবিলের চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। আহমেদাবাদে ইংল্যান্ডের বিপক্ষে জয় পেলেই সেমিফাইনালের অনেকটাই কাছাকাছি চলে যাবে অস্ট্রেলিয়া।

ম্যাক্সওয়েলের অনুপস্থিতিতে দলে ডাক পেতে পারেন আরেক অলরাউন্ডার মারকাস স্টয়নিস অথবা ক্যামেরন গ্রিন।

Exit mobile version