জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার টানা সফর শেষ করে দেশে ফিরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। দীর্ঘ সফরের ক্লান্তি কাটানোর পর সপ্তাহখানেকের মধ্যেই আবারও শুরু হলো তাদের নতুন মিশন। সামনে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিরিজটি।
বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৭, ১০, ১২ এবং ১৪ সেপ্টেম্বর। ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত এই সিরিজের জন্য শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দল ঘোষণা করেছে। তরুণদের নেতৃত্ব দেবেন আজিজুল হাকিম তামিম।
যুব দলের কোচিং স্টাফরা জানাচ্ছেন, বিদেশের কন্ডিশনে খেলতে তরুণদের অভিজ্ঞতা কাজে আসবে। “জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকায় খেলার পর দলের আত্মবিশ্বাস বেড়েছে। এবার ইংল্যান্ডের কন্ডিশনে মানিয়ে নেওয়াই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ”—বলেছেন দলের এক কর্মকর্তা।
ইংল্যান্ড সফরকে সামনে রেখে গত সপ্তাহ থেকেই মিরপুরে অনুশীলন শুরু করেছে দল। ব্যাটিং-বোলিং ছাড়াও কন্ডিশনিং ও ফিটনেসের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল সাম্প্রতিক সময়ে ধারাবাহিক পারফরম্যান্স দেখাচ্ছে। তাই ইংল্যান্ড সফরকে ঘিরে প্রত্যাশাও বেশি। সিরিজে ভালো ফলাফল অর্জন করতে পারলে বিশ্বকাপের প্রস্তুতিতে বড় আত্মবিশ্বাস পাবে যুব টাইগাররা।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলঃ
আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার, সামিউন বসির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অলিন, সানজিদ মজুমদার, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, সাদ ইসলাম রাজিন এবং ফারহান শাহরিয়ার।
স্ট্যান্ড বাইঃ
আহমেদ শাহরিয়ার, ফারজান আহমেদ আলিফ, শাহরিয়াল আজমীর, রাফি উজ্জামান রাফি ও মোহাম্মদ সবুজ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















