সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়াম আবারও হতে চলেছে একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী। বিশ্বের প্রথম ভেন্যু হিসেবে ৩০০তম আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সম্মান পাচ্ছে এই স্টেডিয়ামটি। মঙ্গলবার এই বিশেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে মাঠে নামবে বাংলাদেশ, যা তাদের জন্যও একটি বিশেষ ম্যাচ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
শারজাহ স্টেডিয়ামের সঙ্গে বাংলাদেশের স্মৃতি অবশ্য খুব একটা সুখকর নয়। ১৯৯৫ সালে সর্বশেষ এই মাঠে ওয়ানডে ম্যাচ খেলা বাংলাদেশ এখনো জয়ের স্বাদ পায়নি। আফগানিস্তানের বিপক্ষে নামতে যাওয়া এই ম্যাচ হবে টাইগারদের জন্য ২৯ বছর পর এই মাঠে আবারও জয়ের জন্য লড়াই করার একটি সুযোগ।
শারজাহ স্টেডিয়াম ক্রিকেট বিশ্বের জন্য বরাবরই একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। ১৯৮৪ সালে এই স্টেডিয়ামটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত ২০০টিরও বেশি ওয়ানডে ম্যাচ আয়োজন করেছে এটি। কিছুদিন আগেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আফগানিস্তানের ম্যাচ দিয়ে স্টেডিয়ামটি ২৫০তম ওয়ানডে ম্যাচের মাইলফলক ছুঁয়েছিল। সিডনি ক্রিকেট গ্রাউন্ডও ৩০০ আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের কাছাকাছি থাকলেও শারজাহই থাকছে প্রথম স্থানে।
শারজাহ স্টেডিয়াম ইতোমধ্যে ২০১৮ সালের আইসিসি অন্ধ বিশ্বকাপ, ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, এবং ২০০৪ সালের আইসিসি ইন্টারকন্টিনেন্টাল কাপের মতো অনেক বড় ইভেন্টের সফল আয়োজন করেছে। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডেও উঠেছিল এই স্টেডিয়ামের নাম। মঙ্গলবারের ম্যাচটি তাই বাংলাদেশের জন্য শুধু জয় নয়, বরং ঐতিহ্যের এক অনন্য সাক্ষী হওয়ার সুযোগও।