আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাঁচা মরার লড়াইয়ে ইংল্যান্ডকে ৩২৬ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান। বুধবার পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত ১৭৭ রানের ইনিংসের সুবাদে ৫০ ওভারে ৭ উইকেটে ৩২৫ রান তোলে আফগানরা।
অবশ্য ব্যাটিংয়ে নেমে দলীয় ৩৭ রানে ৩ উইকেট হারায় আফগানিস্তান। ইনিংসের পঞ্চম ওভারে আফগান শিবিরে জোড়া আঘাত হানেন জোফরা আর্চার। ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ৬ রান বোল্ড ও সেকিকুল্লাহ ৪ রান করে এলবিডাব্লিউর ফাঁদে পড়েন। এরপর দলীয় ৩৭ রানে নিজের তৃতীয় উইকেট তুলে নেন আর্চার। এবার রহমত শাহকে ৪ রানে বিদায় করেন।
এরপর ইব্রাহিম জাদরান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদিকে নিয়ে শক্ত জুটি গড়েন। অবশেষে দলীয় ১৪০ রানে ভাঙে এ জুটি আদিল রশিদ। হাশমতউল্লাহ ৪০ রান করে বোল্ড হয়ে বিদায় নেন। এবার আজমতুল্লাহ ওমরজাইকে সঙ্গে নিয়ে আরও ভয়ঙ্কর হয়ে উঠেন ইব্রাহিম জাদরান।
১০৬ বলে তুলে নেন দারুণ এক সেঞ্চুরি। দলীয় ২১২ রানের মাথায় আজমতউল্লাহ ৪১ রান করে বিদায় নেন। তবে উইকেটের অন্যপ্রান্তে থাকা ইব্রাহিত ছিলেন মারমুখি। শেষ দিনে মোহাম্মদ নবিকে নিয়ে আফগানদের বড় সংগ্রহের পথে এগিয়ে নেন ইব্রাহিম। অবশেষে দলীয় ৩২৪ রানে দিয়ে থামেন আফগান এই ব্যাটার।
লিয়াম লিভিংস্টোনের বলে আর্চারের হাতে ক্যাচ দেওয়ার আগে ১৪৬ বলে ১২ বাউন্ডারি ও ছয় ছক্কায় ১৭৭ রানের অসাধারণ এক ইনিংস উপহার দেন। এছাড়া নবি ২৪ বলে ৪০ রানে দারুণ ইনিংস খেলে বিদায় নেন। ফলে ৫০ ওভারে ৭ উইকেটে ৩২৫ রানে থামে আফগানরা।