ইমার্জিং এশিয়া কাপে আফগানদের কাছে হারলো বাংলাদেশ

ইমার্জিং এশিয়া কাপে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে ৪ উইকেটের ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ ‘এ’ দল। ওমানের আল আমেরাত ক্রিকেট মাঠে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ১৬৪ রান সংগ্রহ করে।

দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন ওপেনার মাহমুদুল হাসান ইমন, যার ৩২ বলে ৪টি বাউন্ডারি ও ৪টি ছক্কা ছিল। তবে ইমনের দুর্দান্ত ইনিংসের পর মিডল অর্ডারের ব্যাটাররা বিশেষ কিছু করতে পারেননি। সাইফ হাসান ও আকবর আলি দ্রুত আউট হলে দলের রানের গতি কমে যায়।

ইমনের বিদায়ের পর তাওহিদ হৃদয় ও শামিম হোসেন ৪৫ বলে ৭০ রানের একটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন। হৃদয় অপরাজিত ৪২ এবং শামিম ৩৮ রান করেন। এর ফলে বাংলাদেশ ১৬৪ রানের সম্মানজনক স্কোর গড়ে তুলতে সক্ষম হয়।

জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তানের শুরুটা মোটেই ভালো হয়নি। ২৪ রানের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে দলটি। এরপর সাদিকুল্লাহ আতালের ৫৫ বলে অপরাজিত ৯৫ রানের ঝড়ো ইনিংসে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আফগানরা। শহিদুল্লাহ ১৯ রান করে আউট হলে কিছুটা ব্যাকফুটে গেলেও আতালের দায়িত্বশীল ব্যাটিংয়ে তারা ৫ বল হাতে রেখে জয় নিশ্চিত করে।

বাংলাদেশের হয়ে আলিস আল ইসলাম ও রিপন মন্ডল ২টি করে উইকেট নেন। তবে অল্প পুঁজি নিয়ে বোলাররা বেশি সুবিধা করতে পারেননি।

Exit mobile version