ভারতের টেস্ট ক্রিকেটে টানা দুই ম্যাচে ব্যর্থতা
ঘরের মাঠে এমন টেস্ট ধস ভারতের ক্রিকেটে বিরল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা দুই ম্যাচে ব্যর্থতা, তার ওপর গুয়াহাটির ৪০৮ রানের হারের লজ্জা। সব মিলিয়ে ভারতীয় ক্রিকেটে সমালোচনার ঝড় উঠেছে। সেই হতাশার সুরই এবার শোনা গেল সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান এর কণ্ঠে।
এনডিটিভিকে দেওয়া মন্তব্যে তিনি স্পষ্টই বলেছেন, এই সিরিজে ভারত নিজেদের ‘সেরা’ বোলার হিসেবেই যাকে দেখে, সেই জাসপ্রিত বুমরাহ পর্যন্ত পিছিয়ে পড়েছেন দক্ষিণ আফ্রিকার তরুণ পেসার মার্কো জানসেনের কাছে। পাঠানের ভাষায়, শুধু বোলিং নয়, ব্যাটিং, বাউন্স, প্রভাব তৈরি করা, সব বিভাগেই জানসেন ছিলেন এগিয়ে।
দক্ষিণ আফ্রিকার এই লম্বা পেসার গুয়াহাটিতে ৯১ বলে ৯৩ রানের দাপুটে ইনিংস খেলেছেন। সঙ্গে প্রথম ইনিংসে নিয়েছেন ছয় উইকেট। ভারতের ২০১ রানে গুটিয়ে যাওয়ার মূল শিকারিও ছিলেন তিনি। পুরো সিরিজে দুই টেস্ট খেলেই তার শিকার ১২ উইকেট, গড় মাত্র ১০.০৮। যেখানে বুমরাহ চার ইনিংস মিলিয়ে পেয়েছেন আট উইকেট, গড় ১৮.৫০।
এদিকে সিরিজসেরা হয়েছেন সাইমন হার্মার
দুই টেস্টে ১৭ উইকেট তুলে নিয়ে অফস্পিনে ভারতীয় ব্যাটারদের পুরোপুরি ব্যতিব্যস্ত করে দেন তিনি। গুয়াহাটিতে তার নয় উইকেটের বোলিংয়েই ম্যাচের মোড় ঘুরে যায়। পাঠানের মতে, এখানে দোষটা মূলত ভারতের ব্যাটিং টেকনিকেরই, “স্পিনের বিপক্ষে আমাদের টেকনিক খুবই দুর্বল,” বলেই মন্তব্য করেন তিনি।
রাবাদা ছাড়াই দক্ষিণ আফ্রিকার এমন প্রভাব বিস্তার পাঠানের বিস্ময় আরও বাড়িয়েছে। তার মতে, স্পিনের চ্যালেঞ্জ যেখানে বাড়বে, যেমন শ্রীলঙ্কা বা অস্ট্রেলিয়ার বিপক্ষে, সেসব সিরিজে ভারতের লড়াই আরও কঠিন হবে। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়ে তার সায়, “এখন থেকে প্রতিটি ম্যাচ জিততেই হবে।”
এমন পরিস্থিতিতে তিনি জোর দিয়ে বলেছেন দলে স্পিন ভালো খেলতে পারে এমন ব্যাটারদের জায়গা দিতে হবে। দেশীয় ক্রিকেটে একের পর এক রান করা সরফরাজ খানের বাইরে থাকাকে তিনি সরাসরি ‘অবুঝ সিদ্ধান্ত’ বলেছেন। তার মতে, সরফরাজদের না আনলে সমস্যা আরও জটিল হবে।
দক্ষিণ আফ্রিকার বিপর্যয়ের পর ভারত নতুন করে আত্মসমালোচনার মুখে। জানসেন ও হার্মারের সামনে ব্যাট-বল দুদিকেই নত হতে হয়েছে দলকে। ইরফান পাঠানের তীর্যক মন্তব্য যেন সেই ব্যর্থতার প্রতিচ্ছবি। এখন প্রশ্ন একটাই, এই ধাক্কা পেরিয়ে ভারত কি দ্রুত নিজেদের ছন্দে ফিরতে পারবে?
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩





















