উইম্বলডনে ক্রিকেটারদের ভিড়

এই মুহূর্তে তারকা খেলোয়াড়দের দেখা পাওয়ার সেরা জায়গা সম্ভবত উইম্বলডনই। ঐতিহ্য, টেনিস এবং তারকাখচিত উপস্থিতি সব কিছু মিলিয়ে জমে উঠেছে ইংল্যান্ডের এই গ্র্যান্ড স্ল্যাম।

সম্প্রতি টেস্ট এবং টি টোয়ান্টি ফরমাট থেকে অবসার নেওয়া বিরাট কোহলি দীর্ঘ দশ বছর পর আবার এলেন সেন্টার কোর্টে। তার সাথে ছিলেন তার স্ত্রী অনুশকা শর্মা। উইম্বলডনে তাঁদের একসাথে বসে খেলা দেখার ছবি ইন্টারনেট দুনিয়ায় বেশ সাড়া ফেলেছে। কোহলি জানালেন, তিনি স্পষ্টভাবে নোভাক জোকোভিচকে সমর্থন করছেন এবং অনেক দিন ধরেই জোকোভিচের সঙ্গে যোগাযোগ রয়েছে তার।

তবে উইম্বলডনে আসার জন্য অবসর নেওয়া লাগবে না, টেস্ট ম্যাচের ফাঁকেও সময় বের করে ফেলা যায়। ঠিক যেমনটা করেছেন ঋষভ পন্ত।

আর ইংল্যান্ডে গ্রীষ্মকাল মানেই রাজকীয় বক্সে ইংল্যান্ডের ক্রিকেটারদের দেখা পাওয়া। জো রুট ও জেমস অ্যান্ডারসন সেখানে দেখা করলেন টেনিস কিংবদন্তি রজার ফেদেরারের সঙ্গে। কয়েকটি কথা, হাত মিলিয়ে ছবি তুললেন সবাই। তারপর খেলা উপভোগে মগ্ন হলেন সবাই।

এই বছর উইম্বলডনের গ্যালারিতে যেন তারকার ছড়াছড়ি। জন্মদিন পালন করতে এসেছেন মহেন্দ্র সিং ধোনি। খেলায় না থাকলেও উইম্বলডনে স্টাইলের দিক দিয়ে নজর কেড়েছেন দীপক চাহার। তার পরনে ছিল এমন একটি ধারালো স্যুট, যেটি চোখে লাগার মতোই।

মাঠের ভাষ্যকারদেরও তো বিশ্রামের দরকার পড়ে। তাই তৃতীয় টেস্টের আগেই রবি শাস্ত্রী টুইট করে জানিয়েছেন, “আবার উইম্বলডনে ফিরে ভালো লাগছে। টেনিসের এই ঘর কখনোই নিরাশ করে না—ঐতিহ্য, রাজকীয়তা ও মান বজায় রেখেই প্রতিবার মুগ্ধ করে।”

Exit mobile version