আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে যৌথভাবে সর্বনিম্ন রানে লজ্জার রেকর্ডে উগান্ডা। অথচ চমক দিয়ে জয় দিয়ে বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল দলটি। রোববার সকালে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৭৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মাত্র ৩৯ রানে গুটিয়ে গেল তারা। দীর্ঘ দিন একাই শীর্ষে থাকা নেদারল্যান্ডসের মুক্তি মিলল। শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৪ আসরে চট্টগ্রামে ডাচরা মাত্র ৩৯ রানে গুটিয়ে গিয়েছিল।
গায়ানায় প্রোভিডেন্স স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৭৩ রান তোলে স্বাগতিকরা। দুই ওপেনার ব্রেন্ডন কিং ও জনসন চার্লস ৪.৩ ওভারে ৪১ রান তোলেন। কিংয়ের ৮ বলে ১৩ রান করে বিদায়ের পর জনসন চার্লস ৪২ বলে ৪৪ করে ফেরেন। এছাড়া কোলাস পুরান ২২, অধিনায়ক পাওয়েল ২৩ রান করেন।
দলীয় ১১ ওভারেই একশ রান তোলে ক্যারিবিয়ানরা তবে পরের চার ওভারে আসে মাত্র ২৫ রান। শেষ দিকে রাসেল এসে উপহার দেন নিজের স্বভাবসুলভ বিধ্বংসী ইনিংস। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১৭ বলে ৩০ রানে। এ ছাড়া ২২ রান করেন শেরফান রাদারফোর্ড।
জবাবে ব্যাটিংয়ে নেমে আকিলের দুর্দান্ত বোলিংয়ে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় উগান্ডা। ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৫ উইকেট নেন আকিল। টি–টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের কোনো বোলারের প্রথম ৫ উইকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি ষষ্ঠ সেরা বোলিং ফিগার। ইতোমধ্যে দুই জয়ে উইন্ডিজরা সুপার এইটের পথে এগিয়ে গেছে। সমান জয়ে সমান পয়েণ্ট নিয়ে এগিয়ে আফগানিস্তান।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















