পূর্বঘোষিত সূচী অনুযায়ী ১ মার্চ বাংলাদেশে আসার কথা ছিলো শ্রীলঙ্কা ক্রিকেট দলের। কিন্তু একদিন আগেই তারা ঢাকা পৌঁছে চলে গেছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ভেন্যু সিলেটে।
বাংলাদেশে এসে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ৪, ৬ ও ৯ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
১৩ ও ১৫ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ।
ওয়ানডে সিরিজ শেষে আবারও সিলেটে ফিরবে শ্রীলঙ্কা।
২২ মার্চ শেষে ২৬ মার্চ হবে প্রথম টেস্ট। তিন দিনের বিরতি শেষে ৩০ মার্চ শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
জানা গেছে, ক্রিকেটার, সাপোর্ট স্টাফ মিলিয়ে ২৭ জন এসেছেন।