চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ। একমাত্র প্রস্তুতি ম্যাচে তারা পাকিস্তান শাহিনসের কাছে হেরে গেছে। মুলত পাকিস্তান ‘এ’ দলই পাকিস্তান শাহিনস নামে পরিচিত। আবার এটি পুরোপুরি ‘এ’ দলও বলা যাবে না। কেননা চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাগতিক দল পাকিস্তান অন্য দলগুলোর বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার জন্য তিনটি দল গড়েছে। সেই তিন দলের একটির বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। সেই একটি দল বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে। প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৩৮.২ ওভারে ২০২ রান করে। জবাবে শাহিনস ৩৪.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয়।
বাংলাদেশের তিন বোলার নাহিদ রানা, মেহেদি হাসান মিরাজ ও তানজিম হাসান একটি করে উইকেট পান। শাহিনসের পক্ষে ৭৬ রান করেন মোহাম্মদ হারিস। আর অপরাজিত ৬৫ রান করেন মুবাসির খান।
দলের সবাই ব্যাট ও বল করতে পারবেন। এমন ম্যাচে টস জিতে আগে ব্যাটিং নিয়েছিল বাংলাদেশ। তৃতীয় বলে বোল্ড হন ওপেনার তানজিদ হাসান। অপর ওপেনার সৌম্য সরকার ৩৮ বলে ৩৫ রান করেন। বাংলাদেশের পরের ব্যাটাররা সুবিধা করতে পারেননি। কোনো ব্যাটার হাফ সেঞ্চুরির দেখা পাননি। মেহেদি হাসান মিরাজ সেই সম্ভাবনা তৈরি করেছিলেন। ৪৪ রান করেন তিনি। অধিনায়ক নাজমুল ও তাওহীদ হৃদয় করেন ২০ রান।