একমাত্র ম্যাচে আফগানিস্তানের জয়
একমাত্র ম্যাচে আফগানিস্তানের জয় দিয়ে টি-টোয়েন্টি ম্যাচে কাতারকে ২৫ রানে হারিয়েছে আফগানিস্তান। দোহায় মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে আফগানিস্তানের করা ১৪৯ রানের জবাবে স্বাগতিক কাতার ১২৪ রান করত সমর্থ হয়।
আগে ব্যাট করতে নামা আফগানিস্তানের শুরুটা মোটেও ইতিবাচক ছিল না। মাত্র ২১ রানের মধ্যে তারা দুই ওপেনারকে হারিয়েছিল। তবে অধিনায়ক দারউইশ রাসুলির চমৎকার ব্যাটিংয়ে আফগানিস্তান শুরুর বিপর্যয় কাটিয়ে ওঠে। মাত্র ৩৭ বলে তিনি ৬৬ রান করেন। আধা ডজন বাউন্ডারির পাশাপাশি এক হালি ওভার বাউন্ডারি হাঁকান তিনি। শেষ দিকে এসে আবার বিপর্যয়ের মুখে পড়ে আফগানরা। ১৪৩তম রানে দাঁড়িয়ে তিন উইকেট হারায় তারা। ওয়াইজ আহমেদ হ্যাটট্রিক করেন। তার মোট শিকার ৪ উইকেট।
জবাবে কাতারের কোনো ব্যাটারই সুবিধা করতে পারেনি। ফলে ওয়াইজ আহমেদ তার হ্যাটট্রিকের আনন্দটা পুরোপুরি উপভোগ করতে পারেননি। নির্ধারিত বিরতিতে কাতার উইকেট হারিয়েছে। ফলে ২০ ওভার শেষে তাদের ১২৪ রানের বেশি করা সম্ভব হয়নি।
আফগানিস্তানের কোনো বোলার একক আধিপত্য দেখাতে পারেনি। আব্দুল্লাহ আহমাদজাই ও ফারমানুল্লাহ ছিলেন কিছুটা সফল। তারা উভয়ে দুটো করে উইকেট নেন।
