গতকাল পর্যন্ত এক ওভারে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান ছিল ৩৬। স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছয়টি ছক্কা মেরেছিলেন যুবরাজ সিংহ, ২০০৭ বিশ্বকাপে। আজ ভেঙে গেলো সেই বিশ্বরেকর্ড। এক ওভারে ৩৯ রান নিলেন সামোয়ার উইকেটরক্ষক-ব্যাটার ড্যারিয়াস ভিসের।
এই বিশ্বরেকর্ডটি হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের সামোয়া বনাম ভানুয়াতুর ম্যাচে। যেখানে ভানুয়াতুর পেসার নালিন নিপিকোর ওভারে ছয়টি ছক্কা মারেন ভিসের। সেই ওভারে তিনটি নো বল করেন নিপিকো। শেষ পর্যন্ত এক ওভারে ওঠে ৩৯ রান।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে যুবরাজ ছাড়াও এক ওভারে ৩৬ রানের রেকর্ড আছে কায়রন পোলার্ড (২০২১), নিকোলাস পুরান (২০২৪) এবং দীপেন্দ্র সিংহ আইরির (২০২৪) । তাঁদের সকলের রেকর্ড ভেঙে এখন এক ওভারে সর্বোচ্চ রানের রেকর্ডটা একান্তই নিজের করে নিলেন ড্যারিয়াস ভিসের।