ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে আক্রমণাত্মক ব্যাটিং এখন আর চমক নয়, তবে এক ওভারে ৪৫ রান! এমন কিছু ঘটালে সেটা নিঃসন্দেহে রেকর্ড বইয়ে ঠাঁই পায়। এমনই এক অবিশ্বাস্য কীর্তি গড়েছেন আফগান ব্যাটার উসমান গনি, ইংল্যান্ডে চলমান ইসিএস টি-টেন লিগে।
লন্ডন কাউন্টি ও গিল্ডফোর্ডের মধ্যকার ম্যাচে লন্ডনের হয়ে খেলতে নামেন উসমান গনি। গিল্ডফোর্ডের বোলার উইল এর্নির এক ওভারে রীতিমতো ঝড় তোলেন এই আফগান তারকা। ৯ বলের ওই ওভারে উসমান গনি তুলে নেন ৪৫ রান।
ওভারের চিত্র ছিল চমকপ্রদ: ৬ + নো বল, ৬, ৪ + ওয়াইড, ৬, ৪ + নো বল, ৬, ০, ৬, ৪। সবমিলিয়ে ৫টি ছক্কা ও ৩টি চারে এক ওভারেই ৪৫ রান করেন তিনি। এর মধ্যে অতিরিক্ত রানও ছিল একাধিক। এমন তাণ্ডব নজিরবিহীন না হলেও অত্যন্ত বিরল।
এতেই থেমে থাকেননি গনি। পুরো ম্যাচজুড়েই চালিয়ে গেছেন বিধ্বংসী ব্যাটিং। মাত্র ৪৩ বলে ১৫৩ রান করেন তিনি, ১৭টি ছক্কা ও ১১টি চারে। স্ট্রাইক রেট ছিল রীতিমতো বিস্ময়কর— ৩৫৫.৮১! তার একার ব্যাটিংয়ে ভর করেই লন্ডন কাউন্টি মাত্র ১০ ওভারে তোলে ২২৬ রানের পাহাড়।
জবাবে গিল্ডফোর্ড করতে পারে ১৫৫ রান, হারায় ৪ উইকেট। ৭১ রানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে লন্ডন কাউন্টি।
উসমান গনির এমন পারফরম্যান্স ক্রিকেট বিশ্বে আবারও আলোচনায় তুলে এনেছে টি-টেন ফরম্যাটকে—যেখানে বল কম, কিন্তু বিনোদনের ঘাটতি নেই।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















