এক মিনিটের নীরবতা শেষে মাঠে ফিরলেন ক্রিকেটাররা

গত কয়েকদিন দেশে অস্থিতিশীল পরিবেশ থাকায় থমকে ছিলো বাংলাদেশ ক্রিকেট। এতে করে পিছিয়ে যায় বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফরও। পাকিস্তানের বিপক্ষে সেই সিরিজের কথা মাথায় রেখে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ অনুশীলনে ফিরেছেন ‘এ’ দলের ক্রিকেটাররা।

বিসিবির কোচ মিজানুর রহমানের অধীনে অনুশীলনের আগে গত এক মাসে সহিংস পরিস্থিতির কারণে সারা দেশে মারা যাওয়া প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করেন ক্রিকেটাররা।

মুশফিকুর রহিম, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, মাহমুদুল হাসান, জাকির হাসানসহ টেস্ট দলের আরও অনেকে সেখানে উপস্থিত ছিলেন।

Exit mobile version