ব্যাঙ্গালোরের পর পুনে। নিউজিল্যান্ডের কাছে টানা দুই টেস্ট হেরে তিন ম্যাচের সিরিজ হাতছাড়া করলো ভারত। এই হারের মধ্য দিয়ে লর্ডসে আগামী ১১ জুন অনুষ্ঠেয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার বিষয়টি কঠিন হয়ে গেলো রোহিত শর্মার দলের সামনে। এদিকে টানা দুই জয়ে ভারতের মাটিতে এক যুগ পর টেস্ট সিরিজ জয়ের কৃতিত্ব দেখালো কিউইরা।
নিউজিল্যান্ডের কাছে ব্যাঙ্গালোর টেস্টের মতো পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টেও অসহায় আত্নসমর্পণ করলো স্বাগতিক ভারত। ম্যাচ হারলো তিনি দিনের মধ্যেই। তৃতীয় দিন মোট উইকেট পড়েছে ১৫টি। নিউজিল্যান্ডের ৫ ও ভারতের ১০ উইকেট তুলে দাপট দেখিয়েছেন বোলাররা।
