শংকার মধ্যে পড়লেও দ্বিতীয় টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে দুই উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ১৪৮ রানের জয়ের টার্গেটে ১৯ ওভার এক বলে ৮ উইকেটে ১৫০ রান তুলে নেয় বাংলাদেশ। শেষ মুহুর্তে বাংলাদেশকে জয়ের বন্দরে নিয়ে যান নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলাম। সোহান ২১ বলে ৩১ এবং শরিফুল ৬ বলে ১১ রানে অপরাজিত ছিলেন।
আফগানদের দেয়া ১৪৮ রানের টার্গেটে খেলতে নেমে ব্যক্তিগত দুই রান করে আউট হয়ে যান তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। দুই ওপেনারকে হারালে সাইফ হাসান ও অধিনায়ক জাকের আলী অনিক সে চাপ সামলে নেন।
দলীয় ২৪ রানে সাইফ হাসান ফিরে যান ব্যক্তিগত ১৮ রান করে। উইকেটে এসে অধিনায়ক জাকের আলীর সাথে আফগান বোলারদের ওপর চড়াও হন শামীম হোসেন পাটোয়ারী।
দলীয় ৮০ রানে জাকের আলী (৩২) এবং ১০২ রানে শামীম হোসেন (৩৩) ফিরে গেলেও বাংলাদেশের জয় নিয়ে শংকা তৈরি হয়নি। কিন্তু দলীয় ১২২, ১২৭ ও ১২৯ রানে যথাক্রমে নাসুম আহমেদ (১০), মোহাম্মদ সাইফুদ্দিন (৪) ও রিশাদ হোসেন (২) আউট হয়ে গেলে পরাজয়ের শংকায় পড়ে বাংলাদেশ।
সেখান থেকে অবিচ্ছিন্ন থেকে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলাম।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে, ৫ উইকেটে ১৪৭ রানের সংগ্রহ পায় আফগানিস্তান।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান : ১৪৭/৫ (২০ ওভার)
বাংলাদেশ : ১৫০/৮ (১৯/১ ওভার)
ফল : বাংলাদেশ ২ উইকেটে জয়ী।
